somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অল্প -------বিস্তর

০৬ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চৌধুরী হাফিজ আহমদ
আসলে শরীর খারাপ হলে কম বেশি জীবন চলার পথে সামগ্রিক সব কিছুতে ই ব্যঘাত ঘটে।এবং বিশেষ করে বয়সের সংখ্যা যখন বাড়তে থাকে টিক এরি সাথে পাল্লা দিয়ে সাহস ও কমতে থাকে ।অল্প-বিস্তর লেখতে যেয়ে আমার বেলায় সেই সব কিছু সমস্যা সামনে চলে আসে ।যার দরুন বিলম্ব তাই আশা করব সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন । মজার মজার কিছু ব্যাপার ঘটছে আমার জিবনে-একে বারে কাকতালীয় ভাবে , যা ঘটবার নয় মোটেও –আবার যা ঘটাবার জন্ন্য প্রানান্থ চেষ্টা ঐ সেই কিশোর কাল থেকে – আশ্চ্রজ্য জনক ভাবে সেই সব এখন ঘটছে ই না শূধু হয়ে ও যাচ্ছে ।বিশ্ময়ে আমি অবাক ই ,না -শুধু –কিছুটা বাক রুদ্ধ ।সারাটী জীবন যদি কেহ পরিশ্রম করে মিঠা পানি পাবার জন্য পাতাল খুড়তে । খাটুনিতে তার শরীর পর্যন্ত একদম নড়বরে হয়ে কব্জায় কব্জায় বেথ্যা। তাহার পাতাল খুঁড়ে পৌছার পূর্বে হটাত করে যদি কেউ এসে বলে বোকা এত খাটুনি এবং হার ভাঙ্গা পরিশ্রমের কি দরকার ? তোর আঙ্গিনায় ই তো আছে ত্রিশ হাত উপরে-তাকিয়ে দেখ ঐ নারিকেল গাছের মাথায় আলাদা আলাদা করে গুচ্ছ করে মিঠা পানি ঝুলিয়ে রাখা হয়েছে এবং সাথে আছে স্নাক্সস হালুয়া ও নারিকেল – তখন বলুন তো ব্যপার টি কি হবে , এবং কোথায় দাড়াবে ? মানুষ লৌকিকতায় লজ্জা ও ভয় পায় – কিন্তু অপরাধ করতে মোটেও আহত বা বিব্রত হয়না । আবার ঐ একই মানুশ – আলউকিকতায় অবিশ্বাস করে এবং তাহা উদ্ভট ও অবিশ্বাস্য বলে উড়িয়ে দেয় । গোটা পৃথিবীর মহা শক্তি ধর বিজ্ঞানীরা হতাশ এবং এখন হাল চারা কোন কোন ব্যাপারে । সেখানে সামান্য এক চটি কাঁদা র ঢেলা মানুষ কিছু একটি বানিয়ে চে চিয়ে বলে তা আমার কর্ম, আমার সৃষ্টি , আমার শিল্প ,কিন্তু তারে যে বানাইল তার তরেই অবজ্ঞা । তখন বলেন তো ব্যাপারটি কি সহ্য সীমায় থাকবে,বা,থাক তে পারে ?? বন্য জন্তু নিয়ে যেখানে গবেষণা করে বিজ্ঞানীরা কুল কিনারা পাচ্ছেন না সেখানে কয়েক সেন্টিমিটার মাথার ভিতরে মাত্র ৫০০ গ্রাম মগজ দিয়ে মানুষ ব্যাপারে গবেষণা করা বোকামি ,বৈ , কিছু ই নয় । বুদ্ধিমানদের জন্য ব্যপার টি হাস্য কর ও বটে । কাদা মাটি কায়দা করে পুড়িয়ে ইট বানান হয় – আবার ঐ একই কাদা মাটি মায়ের পেটে ওমে রেখে (পুরিয়ে)মানুশ ও বানানো হয় – একই কিন্তু একটি বস্তু এবং একটি প্রান – যাই হোক আমি অল্পতেই বুঝি বিস্তর আমার থেকে বহু দূর – কৌশলী ও চালাক দের দৌড় কত টুকন আমাদের দেখা আছে ইতিহাসের মাধ্যমে । অতি প্রাচীন চাল নতুন করে দিয়ে কাউকে বোকা বানানোর প্রয়াশ খুবই সেকেলে , বলার অপেক্ষা রাখেনা মানুষের হাতেই দুনিয়ার – গোরা পত্ত্বন হয়েছে । সপ্তাহ খানেক থেকেই ব্যপারটী বিলেতের পত্র পত্রিকায় আলোচিত হচ্ছে – যে এম আই সিকছ প্রধান এর তেল আবিব সফর কে ঘিরে । গোয়েন্দা প্রধান দের এই রকম সফর বহু ধরনের তাৎপর্যয় বহন করে । তাহার এই সফর যে নিছক সৌজন্য সফর নয় তাও সহজে অনুমেয় । তেল আবিব সরকার নিশ্চয় এমন কিছু ফন্দি আঁটছে যার ফলে রাঘব বোয়াল হোমরা চুমরা ইদুর কানা মাছি দের দৌড়াতে হচ্ছে তাদের খাস দরবারে । বুদ্ধি জীবীদের বুদ্ধি দ্ধারা যা বলছেন তা যদি সত্য হয় তা হলে ভয়াবহতার সীমাহীন তামাশা খেলায় ইসরায়েল পা দিতে জাচ্ছে –আর এতে রসদ যোগান দিতে যত্ত্বসব ।যাদের বিরুধেধ এই গ্রিন্নতম খেলার পায়তারা তাদের ব্যাপারে ইতিহাস যে সাক্ষ্য দেয় তা থেকে কি শিক্ষা নেয়া উচিৎ নয় ! একের পর এক খাম খেয়ালী ও মন মানির পরিনামে কোথাও কোন কল্যাণ বয়ে এনেছে বলে এ পর্যন্ত –জানা নেই । তবে সীমা লঙ্গন কারীদের পরিনতির ব্যাপারে ভাল করেই অবগত । জোর করে গলা বাজী করা যায় / নিজ ঘৃণিত চরিত্র ফুটিয়ে তোলা যায় , সম্যক খাহেশ চরিতার্থ করা যায় –মহামারির মত নিজ ইচ্ছা প্রকাশ বা ব্যক্ত করা যায় কিন্তু অবিশ্বাস্য হলে ও সত্য হাজারো প্রচেষ্টায় অস্তিত্ব টিকানো সম্ভব পর হয় না । ইসরায়েল নামক জারজ রাষ্ট্রের পৃষ্ট পোষক দের মধ্যে অন্যতম এই গ্রেত- ব্রিটেন । অন্যের মরন বোজা বইতে বইতে প্রায় ধরাশায়ী । অর্থ নৈতিক ধ্বস এর কারনে হাসপাতালে চিকিৎসা রত । এমতাবস্তায় হঠকারিতা মূলক কোণ সিধধান্তে সায় দেয়া মানেই আত্মহত্যা করা –গোটা বিশ্বে অব্যাহত ভাবে মার খেয়ে এসে নিশ্চয় চাইবেন না জাতী আবারো মার খাক নিজ ঘরে -!! ইসরায়েল এর মত জারজ পাগলা কুকুর দের পৃষ্ট পোষকতা না করে বরং তাদের নিবৃত্ত করুন –বলুন সভ্য হয়ে চলতে । ভাল হয়ে যদি অনুশচনা করে তা হলে জারজদের ও সমাজে স্থান আছে । মুসলিম সভ্যতায় কুকুর ও জান্নাতে প্রবেশ করবে – তা সম্ভব ব্যবহার সম্প্রীতি ও মাধুর্য তায় । মধ্য প্রাচ্যের আকাশে শকুনের অব্যাহত চক্করে কেন যেন বলতে ইচ্ছে করছে এখনো সময় আছে- ভাল হয়ে যান , ভাল হতে টাকা লাগেনা । যেনে রাখুন সততার সামনে মিথ্যা বোবা । এবং আবারো অল্পেই বলব একটু থামুন প্লিজ
[email protected]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল্টা ফ্লাইট - নিউ ইয়র্ক টু ডেট্রয়ট

লিখেছেন ঢাকার লোক, ১৬ ই মে, ২০২৪ সকাল ৮:২৬

আজই শ্রদ্ধেয় খাইরুল আহসান ভাইয়ের "নিউ ইয়র্কের পথে" পড়তে পড়তে তেমনি এক বিমান যাত্রার কথা মনে পড়লো। সে প্রায় বছর দশ বার আগের ঘটনা। নিউ ইয়র্ক থেকে ডেট্রিয়ট যাবো,... ...বাকিটুকু পড়ুন

ল অব অ্যাট্রাকশন

লিখেছেন সায়েমুজজ্জামান, ১৬ ই মে, ২০২৪ সকাল ৮:৪৫

জ্যাক ক্যান ফিল্ডের ঘটনা দিয়ে লেখাটা শুরু করছি। জ্যাক ক্যানফিল্ড একজন আমেরিকান লেখক ও মোটিভেশনাল স্পিকার। জীবনের প্রথম দিকে তিনি হতাশ হয়ে পড়েছিলেন। আয় রোজগার ছিলনা। ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ছিলনা।... ...বাকিটুকু পড়ুন

চরফ্যাশন

লিখেছেন এম ডি মুসা, ১৬ ই মে, ২০২৪ সকাল ১০:৫৯



নয়নে তোমারি কিছু দেখিবার চায়,
চলে আসো ভাই এই ঠিকানায়।
ফুলে ফুলে মাঠ সবুজ শ্যামলে বন
চারদিকে নদী আর চরের জীবন।

প্রকৃতির খেলা ফসলের মেলা ভারে
মুগ্ধ হয়েই তুমি ভুলিবে না তারে,
নীল আকাশের প্রজাতি... ...বাকিটুকু পড়ুন

কর কাজ নাহি লাজ

লিখেছেন বাকপ্রবাস, ১৬ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৪


রাফসান দা ছোট ভাই
ছোট সে আর নাই
গাড়ি বাড়ি কিনে সে হয়ে গেছে ধন্য
অনন্য, সে এখন অনন্য।

হিংসেয় পুড়ে কার?
পুড়েপুড়ে ছারখার
কেন পুড়ে গা জুড়ে
পুড়ে কী জন্য?

নেমে পড় সাধনায়
মিছে মর... ...বাকিটুকু পড়ুন

নতুন গঙ্গা পানি চুক্তি- কখন হবে, গ্যারান্টি ক্লজহীন চুক্তি নবায়ন হবে কিংবা তিস্তার মোট ঝুলে যাবে?

লিখেছেন এক নিরুদ্দেশ পথিক, ১৬ ই মে, ২০২৪ বিকাল ৫:২৬


১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। ফারাক্কা বাঁধ শুষ্ক মৌসুমে বাংলাদেশে খরা ও মরুকরণ তীব্র করে, বর্ষায় হঠাৎ বন্যা তৈরি করে কৃষক ও পরিবেশের মরণফাঁদ হয়ে উঠেছে। পানি বঞ্চনা এবং... ...বাকিটুকু পড়ুন

×