somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানা আপুর নতুন বাসা :) এবং নতুন দাড়োয়ান কুকুরটা X(( X((

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

= জ্বি আপনি কারে চান?

- না মানে, আসলে এই বাসাতে জানা আপু থাকতেন না?
= হা থাকতেন, গত মাসে চলে গেছেন উনি।
- কোথায় গেছেন জানেন?
= না।
- কোন ফোন নাম্বার দেয়া আছে?
= না
- আপনি কে?
= ব্লগার।
- আরে আপনাদের যন্ত্রনাতেই তো উনি বাসা ছাড়ছেন#( আমার এখন দুইমাস লস:(( যত্তসব পাগলদের আড্ডাখানা জানার বাসায়।X((

(মনে মনে ) আমি আবার কি করলাম?:-*


পরে খবর নিয়ে জানা গেল, জানা আপু বড়ই বিরক্ত ব্লগারদের নিয়ে। ব্লগে কিছুই হইতে পারেনা, অমনি ব্লগাররা বাসায় গিয়া হাজির। জানা আপু ওই শায়মা আমার পোষ্টে কমেন্ট করেনাই, ওই পাগলা আমাকে পাগল কইছে, ওই আস্তিক আমারে কয় আমি নাকি নাস্তিক শুয়োর , ওই ভাদাটা আমাকে ছাগু বাইলা গালি মারছে, আর ওই মাষ্টার আমাকে ব্লক মারছে, তাকে কইছি, ওই বেটা মাষ্টারি ছাইড়া ব্লগে কি করস? কথাকি আমি খারাপ কইছি?? আপনিই কন।

আবার দেখা যায়, আরেক ব্লগার গিয়ে হাজির নির্ববাচিত পাতার সমস্যা লইয়া। এটা কোন কথা হইলো জানা আপু? আমি এত কষ্ট কইরা বিভিন্ন রেফারেন্স দিয়া একটা পোষ্ট বানাইলাম। পোষ্ট দেওনের পর পরতম পাতায়তো দেখা যায়নাই এক ঘন্টা। যাও পরতম পাতায় আসলো নির্বাচিততে স্থান পায়নাই, কেন? অথচ ওই বেডায় কপি মাইরা নির্বাচিততে স্থান পায়, এটা কোন ধরনের মডুগিরি আপনার? পাগল পাইছেন আমগোরে?X((

জানা আপু আইচ্ছা দেখুমনে বলে শান্তনা দিয়ে ব্লগারদের বিদেয় দিয়ে হাপ ছেড়ে বাঁচেন।

একবারতো জানা আপুর বাসার সামনে বিরাট এক ব্লগার মিছিল। শ্লোগান ছিলো, আসিফের পোস্ট স্টিকি কেন, নাস্তিক মডুর জবাব চাই।

ব্লগে একটু কিছু হইতে পারেনা, অমনি দৌড় লাগায় জানা আপুর বাসায়। ব্লগারদের অত্যাচারে জানাপু বেজায় বিরক্ত। এখন উনার মনে হয় ব্লগাররাই দুনিয়ার সব চেয়ে বড় ফাজিল আর বান্দর জাতি। উফ এত জালাতন করে।

এসব অত্যাচার থেকে রেহায় পাইতেই তিনি পিরায় বেশ কয়েকবার বাসা বদলিও কইরালাইছেন ইতি মধ্যে। কিন্তু এত ধুরন্ধর ব্লগারগুলান দুরবিন দিয়ে খুঁইজা বাইর কইরালাই বাসাটি ঠিক এক মাসের মইধ্যে। ;)

একবারতো এক বাসার মালিক বলেই ফেল্লেন, জানা ম্যাম, তারাতো আপনারই কোম্পানীর ছেলেপেলে। তারা আসলে বিরক্ত হওন ক্যান?

জানা আপু কইলেন, এসব আপনি বুঝবেন না। এদের মত বদমাইশ, ফাজিল, ঝগড়াটে, হিংসুটে একটাও দেখিনা আমি দুনিয়ার কোন খানে। আরে এদের নাম গুলি দেখেন কেমন বিদগুটে । আর চেহারা দেখেছেন ? কিসব বাজে সব একেক জনের চেহারা? দেখলেই বমি আসে বান্দরগুলোকে । কাজ নেই কাম নেই , নেই পড়া লেখা , খেলাধুলাও নেই, আল্লাহ মালুম খানাপিনা করে কিনা, ব্লগে সারারদিন বসে বসে ঝগড়া করবে আর সেই সব বিদগুটে চেহারা নিয়ে তার চেয়ে বিদগুটে সব সমস্যা নিয়ে বাসায় এসে হুট করে ঢুকে পড়বে বিচার দিতে। উফ আর পারিনা। আমি বুঝিনা আমার নতুন বাসার ঠিকানাটা ফেবুতে ষ্টটাস দেয় কোন বদমাইশX((

কাজের বুয়া তড়িৎ মোবাইলটা কোমরে গুঁজিয়ে বলে উঠে, জানা আম্মা আমার মনে অয় ওইডা ওই বেডা ঠেলা গাড়ীওলার কাম। যহন মাল নামাইতেআছিল ওই সময় হে ফঢো তুলছিলো মুবাইলে, বলেই নিশ্বাস ফেলে বড় বড়, আর মনে মনে বলে, যাক বাবা আমি বাচঁলাম।

এবার তাই কোন উপায় না পেয়ে তিনি বাসা বদল করেই নিজেই সামুতে একটা পোষ্ট আর ফেবুতে ষ্টাটাস দিয়ে দিলেন "আমার নতুন বাসা, কেমন হলো ??" হেডিং দিয়ে। সবাই পোষ্টে হুড়মুর করে ঢুকে আগে বাসার ঠিকানা নোট করে । কিন্তু যেই না পোষ্টের শেষে গেছে, দেখে একটা বিরাট সাইজের কালো কুকুর। নীচে লেখা "এটা আমার নতুন বাসার নতুন দাড়োয়ান, কি নাইস, না?":)

ব্লগাররা এতক্ষন পোষ্ট পড়ে, বাসার ঠিকানা নিয়ে যে একটা আনন্দানুভুতির জন্ম নিলো তা মুহুর্তেই শেষ, শেষ ছবি দেখে।


তাইতো হাসি খুশি একটা ছবি দিয়ে পোষ্টের শেষে লিখে দিসছেন সবাই আমার নতুন বাসায় আমন্ত্রিত।

গোপন সুত্রে খবর পাওয়া গেছে, কুকুরটিকে বিশেষ ট্রেনিং প্রাপ্ত করেই আনা হয়েছে বিদেশ থেকে। প্রায় লক্ষাধিক ব্লগারদের ছবি দেখিয়ে চিনিয়ে দেয়া হয়েছে , যেন বাসার ধারে কাছে দেখলেই যেন রাম দৌড়ানি দেয়।

এটা কোন কথা হইলো?? গেইটে একটা হিংস্র কালা কুকুর ছাইড়া দিয়া বলে কিনা সবাই আমন্ত্রিত। আমরা কি পাগল হইছি যে পাগলা কুত্তার কামড় খাইতে আপনার বাসায় যামু? আমরা ব্লগ বাসী এর তীব্র পরতি বাদ জানাই। X(( কুত্তা সরান, নইলে "কুত্তা সরাও আন্দোলনে" যামু আমরাX(( বলে রাখলাম।








রাফাত ভাইয়ের পোষ্ট আর উনার পোষ্টে হাসি আর উনার কমেন্ট রিপলাইগুলো পড়েই হঠাৎই রম্যটা লিখতে ইচ্ছে হলো। তাই উনাদেরকেই এটা দিয়ে দিলাম। জানা আপা আমারে ব্যান কইরেন না, এটা একটা কাল্পনা মাত্র, আর পাগলদের কথায় কোন ঠিক ঠিকানা নাই জানেনইতো;);)
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩২
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাটির কাছে যেতেই..

লিখেছেন নতুন নকিব, ২৩ শে মে, ২০২৪ সকাল ৮:৫৬

মাটির কাছে
যেতেই..


ছবি কৃতজ্ঞতাঃ https://pixabay.com/

ঠিক যেন
খা খা রোদ্দুর চারদিকে
চৈত্রের দাবদাহ দাবানলে
জ্বলে জ্বলে অঙ্গার ছাই ভস্ম
গোটা প্রান্তর
বন্ধ স্তব্ধ
পাখিদের আনাগোনাও

স্বপ্নবোনা মন আজ
উদাস মরুভূমি
মরা নদীর মত
স্রোতহীন নিস্তেজ-
আজ আর স্বপ্ন... ...বাকিটুকু পড়ুন

বেলা ব‌য়ে যায়

লিখেছেন বাকপ্রবাস, ২৩ শে মে, ২০২৪ সকাল ১১:৩০


সূর্যটা বল‌ছে সকাল
অথছ আমার সন্ধ্যা
টের পেলামনা ক‌বে কখন
ফু‌টে‌ছে রজনীগন্ধ্যা।

বাতা‌সে ক‌বে মি‌লি‌য়ে গে‌ছে
গোলাপ গোলাপ গন্ধ
ছু‌টে‌ছি কেবল ছু‌টে‌ছি কোথায়?
পথ হা‌রি‌য়ে অন্ধ।

সূর্যটা কাল উঠ‌বে আবার
আবা‌রো হ‌বে সকাল
পাকা চু‌ল ধবল সকলি
দেখ‌ছি... ...বাকিটুকু পড়ুন

পর্ণআসক্ত সেকুলার ঢাবি অধ্যাপকের কি আর হিজাব পছন্দ হবে!

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৩ শে মে, ২০২৪ দুপুর ২:২৭



ইন্দোনেশিয়ায় জাকার্তায় অনুষ্ঠিত একটা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে বাংলাদেশি নারীদের একটা রোবোটিক্স টিম। এই খবর শেয়ার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপিকা। সেখানে কমেন্ট করে বসেছেন একই বিশ্ববিদ্যালয়ের আরেকজন... ...বাকিটুকু পড়ুন

আত্মস্মৃতি: কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৩ শে মে, ২০২৪ রাত ৮:১৪


কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়
আমার বাবা-কাকারা সর্বমোট সাত ভাই, আর ফুফু দুইজন। সবমিলিয়ে নয়জন। একজন নাকি জন্মের পর মারা গিয়েছেন। এ কথা বলাই বাহুল্য যে, আমার পিতামহ কামেল লোক ছিলেন।... ...বাকিটুকু পড়ুন

বাঙালী মেয়েরা বোরখা পড়ছে আল্লাহর ভয়ে নাকি পুরুষের এটেনশান পেতে?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৩ শে মে, ২০২৪ রাত ১১:২০


সকলে লক্ষ্য করেছেন যে,বেশ কিছু বছর যাবৎ বাঙালী মেয়েরা বোরখা হিজাব ইত্যাদি বেশি পড়ছে। কেউ জোর করে চাপিয়ে না দিলে অর্থাৎ মেয়েরা যদি নিজ নিজ ইচ্ছায় বোরখা পড়ে তবে... ...বাকিটুকু পড়ুন

×