মেহরাব হাসান নিজের কথা,পরের কথা ছন্দের মধ্য় দিয়ে সবাইকে জানাতে চায় এহ্সান। অনেক লিখবে,কিন্তু কলমের কালি সাদা পৃষ্ঠায় আচড় কাটার আগেই তা এলো-মেলো হয়ে যায়। ফুলের পাপড়ি লিখবে,উচু পাহাড়ের বিশালতা লিখবে আরো লিখবে নীরবে দাড়িয়ে থাকা বৃক্ষের আর্তনাত। রূপ আর রস আস্বাদনে ব্য়র্থ না হলেও কাগজে কলমে ব্য়র্থ এহসান। ্য়ঙ বিদ্রুপ আর হাশির খোরাক প্রতিদিনের ঘটনা।
ভিত্তিহীন সাংষ্কৃতি দলের-মজা নিবো নামক বাক্য়ের উতপত্তিস্থল এহসান। এহসান নীরব,প্রতিবাদী কাগজ কলম সাড়া দেয় না। সে লিখতে চায় প্রতিবাদ স্বরূপ বলতে চায়- ভিত্তিটা গড়ে নাও,তারপর ওয়েস্টার্ন,রক যা খুশি নিয়ে নাও। তখন তোমরাই সিদ্ধান্ত নিতে পারবে দীর্ঘ না ক্ষনস্থায়ী। মুল্য়হীন অনেক কিছুই যা বাস্তবের ক্ষেত্রে দরকার পরে না।
কিন্তু এহসান রাস্তার পাশের পাগলটাকে নিয়েও ভাবনা। কেনো? কি হবে? মৌলিক চাহিদা পুর্ণ না কেনো। উত্তর খোজে। ভালবাসার অপূর্ণতা কেনো লালস্য়ময়িতায় ?লোভকাতুরের দল স্বার্থ খুজতে ছাড়ে না। দমড়ানো-মুচড়ানো এহসানের সাদা পৃষ্ঠায় অনেক কিছুই খুজতে থাকে-অর্থ,জনপ্রিয়তা।
যেখান থেকে বাদ যায় না প্রিয়তমা,প্রিয়জনেরাও। ভারসাম্য় একাকীত্ব কে বরণ করা এহসান-প্রিয়তমা হারানোর কারণ খোজে। আলগা হয়ে পরা রক্তের বনদ্ধনের উতস খুজতে চায়। কিন্তু,কাগজ কলম সাড়া দেয় না। এহসান খুজতে চায়-কেনো তার প্রতিবাদ করতে চাওয়া।
এ যেনো নিজেকে চেনা,কবি হওয়ার প্রচেষ্টা। অসহায়ত্ব বরণ করে নেয়া ব্য়থিত এহসান কাগজে কলম ঘষতে ঘষতে তার,কবিতার চার লাইন লিখে ফেলে-
বদ্ধ কেন শৃঙ্খলা এই,
বদ্ধ কেন প্রার্থনা।
বদ্ধ ঘড়ে মানুষ কেনো,
অন্দ্ধকারে হাতকড়া।
কবি এহসান কে তার চার লাইন কবিতার লিখতে পারার কারণ জানতে চাওয়া হলে- ভাবলেশহীন ভাবে বলে দেয়-
দুই বাস্তববের মাঝা মাঝি,
মধ্য়পন্থির আস্ফালনে-
একটি মূল্য়বোধে তৃপ্তি।
আর্চান্বিত ভাবে আরো তিন লাইন হয়ে গেলো।
কবি এহসান হয়তো আরো লিখতে থাকবে পৌছে যাবে শিকড়ে। তার আবিষ্কৃত শিকড়ের সন্ধানে অনেকেই যাবে। হয়তোবা একে একে জন্মাতে থাকবে-গোলাপ,রজনীগন্ধা হয়তোবা ধুতরাও জন্মাবে না এমন কোন নিশ্চয়তা নেই।
মেহরাব জাহিদ
মহাখালী ১১। ০৯।
১২ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।