আমাদের কথা খুঁজে নিন

   

অণুগল্প: বিরাট পর্ব

ডুবোজ্বর হ! আমি তো জাইনতাম মাঝগাঙে এই নৌকায় পানি ঢুইকবে। পানি উঠাইতে লাইগবে আড়াই ঘণ্টা। এই যাত্রাবিড়ম্ব জাইন্না শুইনাই-- জাইন্না শুইনাই এই পন্থে গতায়ত। এখন কী করবা? অস্ফূটে শোনা যায়, বৃহন্নলা, নপুংসক... তারপর কবিরাজবাড়ি। কবিরাজ সাব! আপনে কবিরাজ আর আমি কবি-- আমার সমস্যার সমাধান দ্যান।

সমস্যাডা কী, বাপজান? বিরাট রাজার মাইয়াডারে আর নাচ-মাছ শিখাইতাম চাই না-- টেম্পু চালাইতাম চাই। হক কথা। সমাধান হইতাছে তেঁতুল। হ! তেঁতুল খাই তো। চটপটির লগে খাই, খালি খালি বিট লবণ দিয়া খাই... আরিফ্যার লগে বেইট ধইরা একপোয়া খাইছিলাম... এইডাই সমস্যা।

তয় যে কইলেন সমাধান! না, বাপধন, বিচি খাইতে হইবে। তেঁতুল খাইলে খাড়ায় না, এর বিচি খাইলে খাড়ায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।