আমাদের কথা খুঁজে নিন

   

নূর-উন নবী রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক একেএম নূর-উন নবীকে নতুন উপাচার্য হয়েছেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপণ জারি করে এ নিয়োগ দেয়া বলে নিশ্চিত করেছেন শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার নূর-উন নবী আগামী চার বছরের জন্য রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেবেন। তিনি অধ্যাপক আব্দুল জলিল মিয়ার স্থলাভিষিক্ত হবেন।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশে ভিত্তিতে মেয়াদ শেষ হওয়ার মাত্র দুদিন আগে আব্দুল জলিল মিয়াকে অব্যাহতি দেয়া হয় বলে জানান শিক্ষা সচিব।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক শাহজাহান আলী মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অধ্যাপক আব্দুল জলিলের অব্যাহতি ও নতুন উপাচার্য নিয়োগসংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন সোমবার দুপুরে তিনি হাতে পেয়েছেন।
২০০৯ সালের ৭ মে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পান অধ্যাপক আব্দুল জলিল মিয়া।
তার বিরুদ্ধে শিক্ষক-কর্মচারি নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। তার অপসারণের দাবিতে দুর্নীতিবিরোধী মঞ্চের ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা যৌথভাবে গত ৫ জানুয়ারি থেকে আন্দোলন করে আসছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।