থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
সূত্রঃ পাঁচ বছর যথেষ্ট নয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের নেওয়া উন্নয়ন পরিকল্পনা পাঁচ বছরে বাস্তবায়ন করা সম্ভব নয়। সময় একটা ব্যাপার। আমরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে আসি। আমরা যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছি, তা পাঁচ বছরে বাস্তবায়ন সম্ভব নয়।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বিরোধী দলীয় নেতার মত স্বল্প পড়াশুনা করেন নাই। জানা যায় আপনি বিএ পর্যন্ত পড়েছিলেন। আপনার সন্তানেরাও শিক্ষিত।
জানেন আশাকরি, পরীক্ষায় নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। সেই সময়ের ভেতরে সব প্রশ্নের উত্তর দিতে হয়।
আপনার অনেক জানা থাকলেও সেই সময় কখনোই বাড়ানো হয় না।
আবার মানুষের নশ্বর জীবনের দিকে চেয়ে দেখুন। সময় ফুরোলেই সব শেষ। আর সময় একবার পার হয়ে গেলে যা যা করা হয়ে যায়, তা আর ফেরানো যায় না। এইটা ধর্মের একটা শিক্ষা।
প্রকৃতিরও!
সরকারে মেয়াদ ঠিক সেই রকমের একটা ব্যাপার। পাঁচ বছরে যা করার করে দেখাতে হবে। এর চেয়ে বেশি সময় পাবেন না। আর সময় কম বলে যদি পঞ্চদশ সংশোধনির মত সংবিধান বদলে সাত বা দশ বছর মেয়াদের সরকার গঠন করতে চান, তা হলে দেশের মানুষ তা মেনে নেবে কিনা সেইটাও ভেবে দেখেন।
ব্লগ প্রধানমন্ত্রী বা ক্ষমতার উচ্চমার্গে অবস্থানরতরা তো আর পড়েন না, তাই আমাদের মত অভাজদের কথা উনাদের কানে পৌঁছাবার কোনই কারন নেই।
তবে ব্লগাররা যদি পড়েন এই লেখা, দয়া করে আপনাদের মন্তব্য দিয়ে যাবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।