সোশ্যাল মিডিয়া ব্লগ http://www.socialnewsbd.com/
আ্যপল অবশেষে অবমুক্ত করলো আইফোন সিরিজের নতুন ফোন আইফোন ৫। একটু আগে আ্যপল ইভেন্টে এই ঘোষনা দেন কোম্পানীটির প্রধান নির্বাহী টিম কুক।
নতুন আইফোনে রয়েছে আগের ভার্সন থেকে বড় স্ক্রীন যা ৪ ইঞ্চির, রেজ্যুলেশন ১১৩৬x৬৪০ পিক্সেল যা রেটিনা ডিসপ্লে হিসেবে বলা হয় । বড় স্ক্রীন ফোনকে সাইজে বড় করেছে। বড় স্ক্রীনের কারনে এখন হোম স্ক্রিনে ছয়টি ধাপ দেখা যাবে আ্যপ্লিকেশনের জন্যে, পাচটি ধাপ থাকছে প্রতিটি পেজের জন্যে।
আইফোন ৫ আগের ফোনগুলার থেকে অনেক পাতলা। এটা প্রায় ৭.৬ এমএম পাতলা। প্রায় ১৮% কম ভারি আইফোন ৪এস এর থেকে। এটার ওজন প্রায় ১১২ গ্রাম যা আইফোন ৪এস থেকে ২০% হালকা।
আইফোন ৫ এর জন্যে গুজব ছিল প্রায় অনেক দিন থেকেই।
গুজবটা ছিল আইফোন ৪ ছারার পর থেকেই। তবে আ্যপল তখন আইফোন ৪ এস এনে আইফোন ৫ এর গুজবে কিছুটা ছাই ফেলে
আইফোন ৫ এর ১৬ জিবির দাম পড়বে ১৯৯ ডলার, ৩২ জিবি ২৯৯ ডলার এবং ৬৪ জিবি ৩৯৯ ডলার । আ্যপল আরো জানিয়েছে আইফোন ৪ এখন ফ্রিতে পাওয়া যাবে।
প্রথম প্রকাশ আইফোন ৫ অবমুক্ত
আইফোন ৫ এর সাথে অন্যান্য ফোনের তুলনামূলক চিত্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।