আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....! আপন মাহমুদ আজ সকালে মারা গেছেন...! মনটা বিষাদে ভরে গেছে। আপন ভাইয়ের সঙ্গে কত দিনের পরিচয়...! আমি আপন ভাইয়ের সঙ্গে নানা কারণে কৃতজ্ঞ।
সেই যায়যায়দিন থেকে পরিচয়। পরে কালের কন্ঠে সহকর্মী।
দুইটা ঘটনা বলি,,
আমি যায়য়াযদিনে ঢাকায় কাজ করতে চাই।
সেই সময়ে যায়যায়দিনের নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়াসাল..! আমার ব্যাপরে আপন ভাই ফয়সাল ভাইকে বলেছিলেন...!
আমি জানি , শিশির ভালো লিখে, ও পারবে...!!
কালের কন্ঠে জয়েন করার পর একদিন সন্ধ্যায় ইস্কাটনে জনকন্ঠ অফিসের সামনে আপন ভাইয়ের সঙ্গে দেখা। বললাম , ভাই কালের কন্ঠে জয়েন করেছি।
আপন ভাই , শুধু বললো.. কিছুদিন অপেক্ষা কর আমিও আসছি। । ।
এরপর কালেরকন্ঠে যোগ দেন তিনি...!!
আমি সাংবাদিকতা ছাড়ার পর , আপন ভাইকে বললাম ,ভাই চাকরী ছেড়ে দিছি...!
স্বভাবসূলভ ভাবে হেসে বললো,,ভালো করছো,,,এই সব ঝামেলা আর ভালো লাগে না....!
আপন ভাই আপনি সব ঝামেলার উর্দ্ধে চলে গেলেন...!
আর সঙ্গে দেখা হবে না, দেখবোনা চুপচাপ কাজ করছেন, নিউজের জন্য ফোন দিচ্চেন,,,! দেখা হবে না ক্যান্টিনে,, সেই পরিচিত ভঙ্গিতে সিগারেট টানছেন...!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।