যাত্রাশুভ। মখা: ম্যাডাম, আমার তো ডাক্তার দেখাইতে হইবে।
ম্যাডাম:ক্যান? তোমার আবার কি হইলো?
মখা: মুখ ফসকে খালি জামাত-শিবিরের কথা বাইর হইয়া যায়। কালকে ভবন ধ্বসের ঘটনায় জামাত-শিবিরের ধাক্কাধাক্কির কথা কইয়া তো এক্কেবারে হাসির পাত্র হইয়া গেছি ম্যাডাম।
ম্যাডাম: রানাকে বাঁচাতে আর দলের প্রয়োজনে এমন একটু-আধটু চাটুকারী মিথ্যা তো বলতেই হবে।
তাছাড়া দেশবাসীকে এতো কষ্টের মাঝেও কষ্ট ভুলে থাকতে তুমি আর আমি মিলে যে বিনোদন দিচ্ছি, জাতি আজীবন মনে রাখবে এ কথা।
মখা: কিন্তু ভোটের সময় এই কথা মনে রাখলে তো একবারে ভাইসা যামুগা ম্যাডাম।
যাই হোক ম্যাডাম, মানসিক ডাক্তার দেখাইতে সিংগাপুর থাইকা ঘুরে আসি। কি কন?
ম্যাডাম: তুমি তো এর আগেও সবকিছুতে জামাত-শিবিরকে মিথ্যা দোষারোপ করছো। এবার কি এমন হলো যে ডাক্তার দেখাইতে হবে? ঘটনা খুলে বলো।
মখা: লজ্জার কথা কি বলবো ম্যাডাম! আমার বউ মারে। গতকাল রাতে আমার বউ কইলো আমাদের মেয়ে নাকি মা হতে চলেছে। আমি নানা হবো। কিন্তু অভ্যাস বসত মুখ ফসকে কইয়া ফালাইছি 'এটা জামাত-শিবিরের কাজ। ' এরপর আমার বউ সেই পিডান দিছে।
ম্যাডাম: করছো কি মিয়া! সাবধানে কথা কইবা না।
মখা: এই লাইগাই তো ডাক্তার দেখাইতে চাই ম্যাডাম। বাইরে বেফাঁস কথা কইলে জনগণের হাত থেইকা পুলিশে প্রোটেকশন দিয়ে বাঁচায়। কিন্তু ঘরে তো পুলিশ নাই। এই দেখেন আমার এখানে এখনো লাল হইয়া আছে(বলিয়া কাপড় তুলিতে উদ্যত হইলো মখা)।
ম্যাডাম: আরে আরে॥ করো কি, রাখো আমাকে দেখাতে হবে না।
(এর মধ্যে ম্যাডামের পিএস এর রুমে প্রবেশ। )
ম্যাডাম: কি খবর? কিছু বলবা?
পিএস: ম্যাডাম একটা সুসংবাদ আছে।
ম্যাডাম: কি?
পিএস: ম্যাডাম,এই মাত্র খবর পেলাম আপনি আবারো নানী হতে যাচ্ছেন।
মখা: (উচ্চস্বরে).... ম্যাডাম, আপনি শিওর থাকেন এইডা জামাত-শিবিরের কাজ।
ম্যাডাম: তবে রে মখা....।
মখা দৌড়াইতে দৌড়াইতে বলতে লাগলো,'ম্যাডাম, দেখছেন আমার ডাক্তার দেখাইতে হইবেই। আমি ইচ্ছা কইরা কই নাই,মুখ ফইসকা বাইর হইয়া গেছে। আমারে ছাইড়া দ্যান।
(সংগৃহীত।
মজা পাইছি তাই শেয়ার করলাম ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।