আমাদের কথা খুঁজে নিন

   

থট রিডিং ও সংখ্যা তত্ত্ব।

মনে ভেতর দ্বিধা, পা বাড়াতে বাঁধা, শেকল পড়া পায়, কদিন বাঁচা যায় । বেঁচে থাকা যে দায়। দ্বিধা দ্বন্দ্ব ভুল, মনের আগল খোল, রক্ত আবির অঙ্গে মেখে " সূর্যস্নানে চল " এই পূর্বে আমার সংখ্যা তত্ত্বের উপর এইটা পোস্ট ছিল। ► সংখ্যা তত্ত্ব এবং মানুষের স্বভাব । ( জ্যোতিষ বিদ্যা ) আজকে আমি থট রিডিং জিনিসটা শিখাতে চাচ্ছি।

কিন্তু এর পূর্বে আমি বিষয়টা একটু পরীক্ষা করে দেখতে চাই যে আসলেই থট রিডিং টা কাজ করে কি না। থট রিডিং হল কিছু সংখ্যার উপর ভিত্তি করে আপনার মনে কি নিয়ে কল্পনা বা চিন্তা হচ্ছে সেটা বলে দেওয়া। আসলেই এই থট রিডিং কাজ করে কি না সেটা দেখার জন্য সকল ব্লগারদের একটু সাহায্য প্রয়োজন। কীভাবে সাহায্য করবেন ঃ ব্লগাররা ০-৯ পর্যন্ত ৯ টি সংখ্যা বলতে হবে। এক্ষেত্রে ব্লগাররা একটি সংখ্যা যতবার খুশি বলতে পারবেন।

কিন্তু সংখ্যা। এবং সংখ্যা একক হতে হবে আবার ৯ টি সংখ্যা হতে হবে। পোস্টের পর আমি আপনি কি চিন্তা করছে সেটা বলব। ( যদি মিলে যায় ) বিঃদ্রঃ এক্ষেত্রে ব্লগাররা সংখ্যা লিখার সময় কি চিন্তা করছেন সেটা মনে রাখলে পড়ে মিলাতে সুবিধা হবে। নোট ঃ যদি থট রিডিং কাজ না করে তবে পোস্ট মুছে ফেলা হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।