প্রতিটি দিনের কাছে অনেক যে ঋণ...
স্বঘোষিত সাধু তিনি!
এক ভন্ড সাধুর নিজ দৃষ্টি ফিরে পাওয়াসহ অলৌকিক ক্ষমতা দেখানোর মিথ্যা প্রতিশ্রুতি জিম্মি করে ফেলেছেন একটি জনপদকে। ... একটি অজপাড়াগাঁকে বেছে নিয়েছেন তিনি। তাঁর নাম বিজয় সরকার। এক সপ্তাহ আগে ওই গ্রামে এসে বলেছেনÑ- তিনি অন্ধ। এখানে কয়েকদিন সাধনা করলে সে তার নিজ দৃষ্টিশক্তি ফিরে পাবে এবং কিছু অলৌকিক ক্ষমতাও তিনি দেখাতে পারবেন।
সরল বিশ্বাসে গ্রামের হতদরিদ্র নিরক্ষর মানুষগুলো তাঁকে ঠাঁই দিয়েছে গ্রামে। ওখানে অবস্থান করে গ্রামের ছাত্রীসহ প্রায় অধিকাংশ মানুষকে বশ করে ফেলেছেন তিনি। নামযজ্ঞ কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান করে তিনি নিজেকে ‘বিজয় সাধু’ হিসেবে পরিচিত করে ফেলেছেন। এক সপ্তাহ ধরে এবং স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একজন অন্ধ লোকের অন্যের ঘরে এসে এমন ধর্মানুষ্ঠান পালন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ডিগাপাড়া গ্রামে।
তবে সোমবার এলাকায় সরেজমিন গিয়ে দেখা গেছে Ñওই সাধু এখনো তার অলৌকিক ক্ষমতার কিছুই দেখাতে পারেননি। বরং পূজার্চনাই তিনি শাস্ত্র মত করতে পারছেন না। আমার ধারণা, এরা নারী পাচারকারী দলের সদস্যও হতে পারে। ধর্মের নানা কথা বলে, প্রলোভন দিয়ে কৌশলে গ্রামের জনগণকে বশে এনে তারপর এরা তাদের স্বার্থ হাসিল করে থাকে।
একদিকে রয়েছে মানুষের গভীর ধর্ম বিশ্বাস, অন্যদিকে অলৌকিক ক্ষমতা দেখানোর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ম ব্যবসা Ñএই বিষয়টি নিয়েই দৈনিক কালের কণ্ঠের ২৩ পৃষ্ঠায় আমার এই সচিত্র প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।