আমাদের কথা খুঁজে নিন

   

এক জন উইলিয়াম গোমেজ, অমি পিয়াল ও খালেদা জিয়কে হত্যার চক্রান্ত

আল্লাহ মহান, যাহা বলিব সত্য বলিব। মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১২ জনকন্ঠে প্রকাশিত ভয়ঙ্কর সংবাদ! খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা চলছে ॥ ফখরুলের অভিযোগ "স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫ম কারামুক্তি দিবস উপলক্ষে ’৯০-এর ছাত্রদল নেতাদের ব্যানারে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। মির্জা ফখরুল বলেন, কানাডার একটি অনলাইন পত্রিকায় গোমেজ নামে একজন লিখেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা হচ্ছে। তাই এ বিষয়টি ছোট করে দেখার কোন অবকাশ নেই।

........ যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল, সেই ষড়যন্ত্রকারীরাই তারেক রহমানকে হত্যার চেষ্টা করেছে। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখেছে। তারেক রহমান আমাদের মাঝে ফিরে এসে যেন রাজনীতি করতে না পারেন সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে। মুফতি হান্নানকে নির্যাতন করে তারেক রহমানের নাম বলানো হয়েছে। অথচ সেই মুফতি হান্নান আদালতে গিয়ে বলেছে সে তারেক রহমানকে চেনে না।

" খবরটি পরে যত না চমকেছি তার চেয়ে বেশী ভরকে গেলাম..... তুই পাগল না মুই পাগল? যতই পড়ি ততই ঘোট পাকিয়ে যায় ......... বিপ্লবী রূপধারী রাজাকারের সন্তান ও বামপন্থী হতে রুপান্তরিত বুর্জোয়া মির্জা ফখরুল কি বলে এই সব? একবার বলে "কানাডার একটি অনলাইন পত্রিকায় গোমেজ নামে একজন লিখেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা হচ্ছে। " শুরু করে দিলেন "যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল, সেই ষড়যন্ত্রকারীরাই তারেক রহমানকে হত্যার চেষ্টা করেছে। " মানে কি? কাকে আসলে হত্যার চেষ্টা চলছে? তারেক কে না খালেদা জিয়াকে? সকালে খবরটি পড়ে, কানাডায় বেশকিছু বন্ধু ও অত্মীয থাকেন, দেশের এমন দুর্দিনে গাটের পয়সা খরচ করে তাদের সাথে যোগাযোগ করলাম। মাঝ রাতে (কানাডার লোকাল সময়) তাদেরকে দেশ বিরোধী কাজের খবর সংগ্রহের অনুরোধ জানালাম। পত্রিকা - অনলাইন যেখান থেকে পাওয়া যায় খবরটি সংগ্রহ করে আমাকে জানানোর বিশেষ অনুরোধ করলাম।

মুজিব জিয়ার মত আর কাউকে এভাবে মরতে দেয়া যাবে না। শুরু হল অপেক্ষার পালা ...... সময় যেন কাটেনা, বড় ফাকা ফাকা লাগে ...... মনে মনে গালি দিয়ে যাচ্ছি, "অকম্মার ঢেকি, বিদেশে থেকে দেশের প্রতি মায়া নেই.... এখনও কেন কেউ কোন খবর দিতে পারছে না। আহাম্মকের দল .... ইত্যাদি.... ইত্যাদি। মোবাইলতা কি নস্ট নাকি ভাবছিলাম.... এমনি সময় বেজে উঠল। হ্যালো! বললাম ..... অপর প্রান্তে মিষ্টি খালার বাজখাই গলা, "আহাম্মক তুই এখনো বড় হসনি? মাঝরাতে কানাডায় ফোন করে এ তামসা করার মানে কি? .. ইত্যাদি.... ইত্যাদি।

" খালার পাস থেকে আরো কিছু গলার আওয়াজ ও পাচ্ছিলাম বেশ বুঝতে পারছিলাম সবাই মিলেই ফোনটা করেছে। মিনমিন করে বললাম "খালা আমার দোস নাই, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন মারার পরিকল্পনা হচ্ছে, কিন্তু খালেদা জিয়াকে না তারেক জিয়াকে সিওর হওয়ার জন্য খবর নিতে বলে ছিলাম। " খালা নাকি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর ক্লাসমেট তাই জোক করে তাকে মমফইয়া বলে ডাকেন। শুনার সাথে সাথে হেসে খুন। বল্ল, মমফইয়া তো পাগলের দলে পড়ে ..... ওরে একটা বললে করে আরেকটা..... অর বাবা বলছিল মৌলবাদী দল জামাত করতে ঢুকল কমুনিস্তের দলে, ওখান থেকে আবার বুর্জোয়া বাহিনীতে...... ওর কথা তোরা শুনিস কেন?" হলে পানি পেতে সুরে সুরে বললাম, "খালা উনি বড় নেতা উনি তো রেফারেন্স দিয়ে বলেছেন।

মির্জা ফখরুল বলেছেন, কানাডার একটি অনলাইন পত্রিকায় গোমেজ নামে একজন লিখেছেন বাংলাদেশের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা হচ্ছে। " শুনে খালা খেপে গেলেন "উইলিয়াম গোমেজ? কোন উইলিয়াম গোমেজ?" জবাব নাই......হাতড়াতে লাগলাম .... খালা থামলেন না, "সময় দেখে ফোন করতে পারিস না? " মিনমিন করে বললাম "ঘড়িটা ..." ব্যাস হয়ে গেল, উনি ধরে নিলেন ভাগনে ঘড়ির আব্দারের জন্য এ কান্ড করেছে ..... এযাত্রা পারপেয়ে গেলাম বলে আমি আর প্রতিবাদে গেলাম না, বুকে কথা বলতে দিয়ে আমি কেটে পরলাম। পাক্কা দেশ প্রেমীক আমি মাথায় ঘুরতে লাগল .... বন্ধুদের কে ফোন দিলাম.... বাসা থেকে নয়.... ফোন ফেক্সের দোকান থেকে ..... একই কান্ড সবাই আমাকে পাগল থাউরাচ্ছে.... এক জন ঠাট্টা করে বলে ফেলল দেখিস পাগলের বিয়ে খারিজ হয়ে যায়। মনটাই খারাপ করে দিল... দেশের দুর্দিনের কথা চিন্তা করে অফিস কামাই দিয়েছি তাই বাসায় না ফিরে সাইবার কাফেতে বসে গেলাম। ধনুক ভাঙ্গা পন সত্য জানতেই হবে.... সমস্যা : ১) কাকে খুন করা হচ্ছে? তারেক না খালেদা জিয়া কে? ২) "উইলিয়াম গোমেজ? কে উইলিয়াম গোমেজ?" ৩) "যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল, সেই ষড়যন্ত্রকারীরাই তারেক রহমানকে হত্যার চেষ্টা করেছে।

" তারা করা? তাদের বিচার খালেদা করলেন না কেন? ৪) কানাডার কোন পত্রিকায় এসেছে? google is my friend .... surch দিলাম "উইলিয়াম গোমেজ" যা জানলাম তিনি (উইলিয়াম গোমেজ) ইসলাম ধর্ম ত্যাগ করে খৃষ্টান হয়েছেন। উইলিয়াম গোমেজ এখন মৌলবাদীদের নির্দিষ্ট করে বললে জামাত-শিবিরের চোখের মনি। প্রধান বিরোধী দল বিএনপিরও। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং যুদ্ধাপরাধীদের বিচারে একমাত্র সহায় বর্তমান সরকারের বিরুদ্ধে একালের ঘষেটি বেগম এবং মীর জাফররা একের পর এক যে প্রাসাদ ষড়যন্ত্র করে যাচ্ছেন তাতে সাম্প্রতিকতম সংযোজন উইলিয়াম নিকোলাস গোমেজ। শ্রীলঙ্কা অবজারভার নামে একটি নিউজব্লগের বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে সিরিজ মনগড়া কাহিনী ছাড়ার পর এখন ইলিয়াস আলী প্রসঙ্গে তিনি দারুণ এক গল্প বানিয়েছেন। আওয়ামী লীগের ১০০ বাছাই ক্যাডার নিয়ে র নাকি দুই বছরের প্রশিক্ষণ দিয়ে ক্রুসেডার-১০০ নামে একটি খুনে বাহিনী গঠন করেছে, বিরোধী দলের একটি তালিকা করে তাদের গুম করার দায়িত্ব দেওয়া হয়েছে এসব ক্রুসেডারকে। তার এই ব্লগপোস্টটা আসলে পাকিস্তান ডিফেন্স ফোরাম থেকে টুকলিফাই করা। সেই কপিপেস্টের বঙ্গানুবাদ করে এক্সক্লুসিভ হিসেবে ছাপিয়েছে দৈনিক আমাদের সময় নামের একটি দুইনাম্বার পত্রিকা (সম্পাদক নাঈমুল ইসলাম খান মাশাল্লাহ সাংবাদিকতার জগতে প্রবাদ পুরুষ, দুই নম্বরীর ক্ষেত্রে)। এই মিথ্যা খবরটাই ফেসবুকে ইমেজ ফাইল করে শেয়ার হচ্ছে, ব্লগে ব্লগে ছড়িয়ে দিয়েছে ছাগুরা।

বলে প্রকাশ করেছেন অমি পিয়াল (মাফ চেয়ে নিচ্ছি শিরনামে তার নাম ব্যবহারের জন্য, আশা করি উনি বুঝবেন) সূত্র http://www.amarblog.com/omipial/posts/146824 তার মানে উইলিয়াম গোমেজ হলুদ সাংবাদিক। তার কথা ধরেই বরাবরের মত লাফাচ্ছে বিএনপি বা তাকে দিয়ে লাফানোর ক্ষেত্র তৈরী করছে বিএনপি। "যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল, সেই ষড়যন্ত্রকারীরাই তারেক রহমানকে হত্যার চেষ্টা করেছে। " তারা করা? তারা সামরিক বাহিনীর বিপথ গামী কিছু সেনা কর্মকর্তা ও কর্মচারী বলে ঘেটে জানলাম, আর নেপথ্যে করা তাদের হদিস আমি পেলাম না কেউ জানলে সেয়ারের অনুরোধ রইল। কিন্তু আমার মত আপনাদেরও নিশ্চয় মনে খটকা আছে.... তাদের বিচার খালেদা করলেন না কেন? কি জানি! মির্জা সাহেব বলেছেন, "তারেক রহমান আমাদের মাঝে ফিরে এসে যেন রাজনীতি করতে না পারেন সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে।

মুফতি হান্নানকে নির্যাতন করে তারেক রহমানের নাম বলানো হয়েছে। অথচ সেই মুফতি হান্নান আদালতে গিয়ে বলেছে সে তারেক রহমানকে চেনে না। " সবার জানা সত্য হলো তারেক চুরির দায়ে জেল খাটা এড়াতে বিদেশে পালিয়ে আছেন। আর মুফতি হান্নানের ভিডিও দেখে তো মনে হয় না উনি ভয়ে নাম বলেছেন .... দেখেনতো কি আয়েস করে detail বলে গেলেন. কানাডার কোন পত্রিকায় আসেনি খবরটা এসেছে ঢাকা থেকে পরীচালীত শ্রীলংকান টাইমসের মত বানানো নেদরল্যান্ড এর নামে বানানো একটি ভুয়া সাইটে Click This Link এক বক্তিতা দিতে গিয়ে বুরা বয়সে কত গুলা মিথ্যা বললেন .... আমার কাছে পরিস্কার আসলে ওনার নিজেরও জানা নাই এসব বিষয়ে। হত্যার কারন আসলে তো সেরকম কিছু হয়নি।

বিএনপির ফর্মুলা মতে লাস না হলে মাঠ গরম হয় না। তাই লাস না ফেলে কাল্পনিক ভবিত্ব লসের গল্প দিয়ে মাঠ গরম হলে ক্ষতি কি? এতে তার বা তারেকের বা খালেদার কারোরই কোন ক্ষতি হচ্ছে না। দেশের মানুষের ক্ষতি হলে তাদের কি আসে যায়? অনার নামে তো আর মামলা হবে না....... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।