আমাদের কথা খুঁজে নিন

   

বলি বলি করে কত প্রাণে রয়ে গেলো কত কথা

সুখীমানুষ বলি বলি করে কত প্রাণে রয়ে গেলো কত কথা শুনি শুনি করে কত মনে কাঁদে কত আকুলতা আদি জন্ম যদি প্রেমময় প্রেমিক যুগরে শুরু তবে তখন থেকেই এই সংশয়ের দুরুদুরু আমি বলতে এসেছি কথা, তাহাদের বলি বলি আমি নিয়ে এসেছি শুনি শুনি কথার অঞ্জলি যত কথা বন্ধু তোমার, সংশয়ের ঘোর তারে কয়ো সে কথা নাম লয়ে মোর যে কথা লিখিনি আমি তুমি তা লিখো বলি বলি করা না বলা কথা বলতে শিখো শুনি শুনি করে যে কথা আকুল তোমার মন সে কথা শুনতে তুমি তারে বলো অনুক্ষণ যদি সে দূরে সরে যদি সে বুঝে ভুল তার কাছে আমারে দোষে দেখায়ো আঙ্গুল। ১২/৯/১২, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।