আমাদের কথা খুঁজে নিন

   

হল লাইফের মজার অভিজ্ঞতা : পর্ব-১

I always believe in participation not in performance. অবশেষে সামুর প্রেমে পড়ে যখন ব্লগে নিয়মিত হতেই হল, তখন মনে করলাম হল লাইফের মজার অভিজ্ঞতাগুলো ব্লগারদের সাথে শেয়ার করে একটা সিরিজ লিখি। যদিও জানি আলিফ লায়লার মত হাজার পর্বেও শেষ হবে না। ইন্টারমিডিয়েট পর্যন্ত বাড়িতে ছিলাম বলে বাজারে যাওয়া,কাপড় কাচা,ঘর পরিষ্কার করা এইগুলা যে কী জিনিস তা জানতাম না। প্রসঙ্গত উল্লেখ্য যে, একটু আতেল ছিলাম হলে উঠার পর ভাবলাম এখন তো অনেক কিছুই নিজেকে করতে হবে। দেখি বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

ক্যান্টিন বয় এসে খাবার দিয়ে যায়, লন্ড্রী থেকে লোক এসে ময়লা কাপড় নিয়ে যায়,স্টুডেন্ট রুমে এসে পড়ে যায়। সব মিলিয়ে অবস্থা খুবি খারাপ। এমন দূর্বিষহ ৩ টার্মের পর একদিন মনে হল, নিজের কিছু করা দরকার। তাই আমার রুমমেট পার্থর [সে বেশ সংসারী ] পরামর্শে কিছু কাপড় কাচার সিদ্ধান্ত নিলাম। একটা বালতিতে অর্ধেক পানি নিলাম।

( যারা এখনো কাপড় কাচা বিষয়ে জানেন না...তারা কেয়ারফুলি শোনেন )। বলা বাহুল্য আমার কোন ওয়াশিং পাউডার ছিল না। আরেক রুমমেটের টেবিলে দেখি সার্ফ এক্সেলের প্যাকেট। প্যাকেটটা অনুমতি ছাড়াই নিলাম [ও রুমে ছিল না]। প্যাকেট থেকে কিছু পাউডার পানিতে ঢাললাম।

নাড়া দিলাম। পরিমাণে অপ্রতুল হওয়ায় পাউডার গায়েব। দৃশ্যত কোন পরবর্তন হল না। আরেকটু পাউডার নিয়ে ঢাললাম। নাড়া দিলাম।

একই অবস্থা। কিন্চিৎ টেনশানে পড়ে গেলাম। এবার প্যাকেটের প্রায় অর্ধেক ঢেলে দিলাম। কী আছে জীবনে। এবার পানির কিছুটা পরিবর্তন হল বটে তবে সেটা কাঙ্খিত পরিবর্তন না।

কাঙ্খিত পরিবর্তন কথাটা পরিষ্কার করি। অভিজ্ঞতা না থাকলেও কমন সেন্স বলে ফেনা হওয়া উচিত। কিন্তু তা হচ্ছে না। অবশেষে বাধ্য হয়ে পার্থর শরণাপন্ন হওয়া। . . . . . ঐ দিনই আমি সংসারী মানুষ আর আমার মত বাউন্ডুলে মানুষের পার্থক্যটা বুঝলাম।

এত বড় গুরুতর সমস্যা সে সলভ করতে ১০ সেকেন্ড সময় নিল। . . আমার দিকে তাকিয়ে বলল,"প্যাকেটের গায়ের লেখাটা পড়ো তো" আমি পড়লাম .............. "গ্লক্সোস গ্লুকোজ পাউডার" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।