অনুমতি ব্যতিত কপি পেস্ট মারলে মাইরা ভূত বানাই হালামু… আমার মাথায় সমস্যা থাকতে পারে… “ডেভলপার”কোম্পানিগুলোকে একটা “ধন্যবাদ” দেয়া দরকার এই “আনডেভেলপেড সুস্থ" শহরটাকে অতি দ্রুত একটা "ডেভেলপেড 'অসুস্থ'" শহরে পরিণত করার জন্য! অসুস্থ? যে শহরে ৫ মিনিটের রাস্তা যেতে ২ ঘণ্টা লাগে, যাত্রাপথে সুস্থ একটা মানুষ অসুস্থ হয়ে যায়, যেখানকার মানুষের প্রকৃতি আর মাটির সাথে কোনও সম্পর্ক নাই, যেখানে মানুষের খেলার কোনও জায়গা নাই, যেখানে বিনোদন বলতে টিভি কমপিউটার আর ইন্টারনেট, যেখানে মানুষের সমস্ত দিন কাটে আলো বাতাস ঢুকতে পারে না এমন এক কনক্রিট জঞ্জালে, যেখানে মানুষের সামান্য রাস্তা যেতে রিক্সা লাগে, সেই শহরকে কি আপনি সুস্থ বলবেন? বাড্ডায় একটা বিকল্প রাস্তা ছিল, কোনমতে একটা গাড়ি যেতে পারত, রাস্তার ২ পাশে ৩ ৪ টা ৩ তলা ৫ তলা বিল্ডিং ছাড়া বাকি সব এক তলা ছিল। ডেভলপার কোম্পানিগুলার কল্যাণে ওই ১ তলা বাড়িগুলা সব ৭ ৮ তলা বাড়ি হয়ে গেসে! কি ডেভেলপমেন্ট! মনে করেন ১ তলা বাড়ি ছিল ৩০ টা, প্রতি বাড়িতে থাকত ১২টা পরিবার। প্রতি পরিবারে মানুষ ছিল ৭ জন, তাহলে মোট মানুষ হয় ৩০x১২x৭=২৫২০, ডেভেলপড হবার পর ৭ তলা বাড়ি ৪সিগমেন্ট ধরে লোক হয় ৩০x৭x৭x৪=৫৮৮০ জন। ৩৩৬০ জন মানুষ বেশি ঢুকল! আর অন্তত ২টা গাড়ি পার বাড়ি ধরলে মোট ৬০ টা গাড়ি! যে রাস্তা দিয়া ২টা ঢুকতেই কলাকৌশল খাটাইতে হয় সেখানে ৬০ টা! আর মেইন রাস্তার কথা তো বাদই দিলাম! যাই হোক, এই হল ডেভেলপমেন্ট! ঢাকা শহর আরও অনেক ডেভেলপড হবে ইনশাল্লাহ। তখন আর মানুষ থাকা সম্ভব হবে না...(এখনি তো সম্ভব না!)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।