আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই আজ সেই ভয়াল ৯/১১, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলার ১১ তম বার্ষিকী। ২০০১ সালের এই দিনে (১১ সেপ্টেম্বর) আল কায়দা সদস্যরা নাটকীয়ভাবে যাত্রীবাহী চারটি বিমান ছিনতাই করে একযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টুইন টাওয়ার ও ভার্জিনিয়ার পেন্টাগনে সন্ত্রাসী হামলা চালায়। এসব হামলায় অন্তত ৩ হাজার লোক নিহত হন। তবে আমেরিকান সূত্রে জানা গেছে, ভয়াবহ আল কায়দার ওই সন্ত্রাসী হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া স্থানে নতুন করে টুইন টাওয়ারের আদলে ভবন নির্মাণ করা হচ্ছে। ২০১৪ সালের শুরুর দিকে এর নির্মাণ কাজ শেষ হবে। ইসলাম শান্তির ধর্ম এ ব্যাপারে কোনও সন্দেহ নেই কিন্তু যারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে পৃথিবীব্যাপী ধ্বংসলীলা চালানোর নীলনকশা তৈরিতে ব্যাস্ত তারা মুসলমান নন তারা মুসলীমদের শত্রু। পৃথিবীর কোনও ধর্মেই সন্ত্রাস, হত্যা, মিথ্যাকে গ্রহন করা হয়নি বরং কঠোরভাবে বর্জন করা হয়েছে। আসুন আমরা সকলে সন্ত্রাসবাদকে স্বমস্বরে না বলি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।