আমাদের কথা খুঁজে নিন

   

কট বুঝি এবার খেয়েই গেলাম এক বিবাহযোগ্য কন্যা দেখতে যাইতাছি। খোমা মুাবারক

আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। বিয়ার লায়েক হওয়ার পর থেইকা ঘরে থাকতে মন চাইতো না, সব সময় ভয়ে ভয়ে থাকতাম, মনে হইতো এই কইবো "বিয়া কর", আর ওমনিই ইন্নালিল্লাহ।

আব্বা আম্মা যে মেয়ে দেখতাছে তা তাদের ভাব সাবে আগেই বুঝতে পারছিলাম তাই বইলা হুট কইরা এমন আদেশ হইবো তা বুঝতে পারি নাই। এখন লে ঠেলা !! মেয়ে দেখা জিনিসটা আমার একদমই ভাল লাগে না, মনে হয়, কোরবানির হাটের গরু ছাগন। কি হইছে কই। ছুটির দিনে ভোর ৯ টায় আম্মা ডাক দিয়া ঘুম ভাঙ্গাইলো। মেজাজ দুনিয়া ছাইড়া মঙ্গলে যাইয়া ঠেকলো।

জিজাইলাম, "কি হইছে, এতো ভুরে ডাক দিলা যে?" আম্মা কইলো,"তোর আব্বা বাজারে যাব, সাথে যা"। বুঝলাম আজ আর আমার ডাক্তারি করার লাগবো না, আজ আমি কুলি হিসাবে প্রমোশন খাইছি। মেজাজ দেখাইয়া কইলাম, "আব্বারে কও কেয়ারটেকাররে নিয়া যাইতে। আমি পারুম না"। আম্মা কয়, "তুই নিজে যাইয়া বলে আয়"।

মনে মনে কইলাম,'সেই মুরোদ থাকলে কি আর ডাক্তার হইতাম??' আব্বা দিলো ডাক, বিছনা ছাইড়া রেডি হইতে সময় লাগলো ৩ মিনিট। বাজারে কই আব্বা দেহি নিয়া ঢুকলো সেলুনে ঢুকাইয়া কয় "দাড়ি কাট" কয় কি !!! দাড়ি কাটুম মানে ?? আমি কি নাপিত নাকি ?? আব্বা কয়,"চেয়ারে বয়" , বুঝলাম আমার স্বাদের ফ্রেঞ্চকাটের ইনতেকাল হইবে। বাজারের পথে ভগ্ন চাপা নিয়ে আব্বার পিছে পিছে হাটতাছি। দেখি বাজার কই আব্বা রাজলক্ষী কমপ্লেক্সে ঢুকতাছে। আমি মনে মনে কই বাইরাইলাম কাচা বাজার করতে আর এনে সেনে কি করতাছে? কাপড়ের দোকানে ঢুইকা কয়, "শার্ট পেন্ট চয়েজ করো।

" ও মোর খোদা, ঈদ তাইলে সত্য সত্যই আইয়া পরছে? আব্বার পছন্দে কিনলাম এক সেট জামা কাপড়। বাজার শেষে বাসায় আইসা দিলাম টানা ঘুম, ঘুম থেইকা উইঠা দেখি ছোট বোন আসছে, দুপুরের লান্চ করলাম এক সাথে। খাওয়া দাওয়া কইরা দাঁত মাইজা সবে আবার বিছনাতে গরান মারছি, দেখি আব্বা সামনে খাড়াইয়া। ফাল দিয়া বইয়া আব্বারে জিগাইলাম, "কিছু বলবা?" আব্বা কয়, "বিকালে কোনো পেশেন্টের এপয়ন্টমেন্ট আছে তোমার ?" মনে মনে কইলাম যদি কই আছে তাইলে ৪টা বাজার সাথে সাথে ঘুম ভাঙ্গাইয়া কইবো "ক্লিনিক যাও" , আর যদি কই না তাইলে ঘুমাবার দিবো। কইলাম, "নাই"।

আব্বা কয়,"তাহলে বিকালে কোথাও যেও না, আমার সাথে মেয়ে দেখতে যেতে হবে"। আমি কইলাম,"কার জন্য আব্বা?" আব্বা কঠিন একটা দৃষ্টি দিয়া কইলো, "রেডি থাইকো, ৫টার সময় বের হবো"। এই গরমে নতুন ফুল হাত শার্ট-প্যান্ট পইরা রেডি হয়ে বসে আছি। দেখি কি হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।