আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। মনে হয় না এর থেকে বেশী কিছু চাওয়ার আছে। Bandhobi (বান্ধবী)
কোরিয়ান মুভি হলেও বাংলাদেশের জন্য বেশ আলোচিত একটি মুভি। কারণও আছে। একদম আমাদের বাংলাদেশের Mahbub Alam একজন যুবক বিদেশের একটি মেইনস্ট্রিম মুভিতে একেবারে নায়ক চরিত্রে অভিনয় করেছে! আরে ব্যাপারটা হালকাভাবে নিলে হবে নাকি ? এই মুভিটা দেখার আগেই মুভিটির প্রতি অন্যরকম ভালোলাগা শুরু হয়েছিলো।
বিদেশের একটি মুভির নাম বাংলায় আবার পোষ্টারে নামের পাশে বাংলায় মুভির নাম লেখা!!! দারুণ একটা ব্যাপার।
মুভির থিমটা হচ্ছে কোরিয়ায় অবস্থানরত নানাদেশের শ্রমিকদের সংগ্রামী জীবনের গল্প। তেমনই একজন অভিবাসী শ্রমিক হলো বাংলাদেশের করিম। যে সুখের সন্ধানে সে কোরিয়ায় এসেছিলো তা এখন অনেকটাই ধূসর হয়ে গেছে। পরিচালক তার এই মুভিতে বিদেশের মাটিতে সোনার হরিণের খোজে যাওয়া এইসব শ্রমিকদের নানা সমস্যাগুলো সুন্দর করে তুলে ধরেছেন।
যাইহোক ঘটনাক্রমে একদিন তারসাথে পরিচয় হয় মিন সুয়ের নামের একটি মেয়ের। নানা অমিলের মাঝেও তাদের মাঝে একটি সম্পর্ক তৈরী হয়। মেয়েটি কাছে জীবনের মানে কৈশোরের আনন্দ কিন্তু যুবকটির কাছে জীবনের মানে সংগ্রাম এবং কঠিন বাস্তবতা। তাপরও তাদের বন্ধুত্ব হয়। এদের দুজনের হাত ধরেই মুভিটি সামনে জীবনের আরেক বাস্তবতার দিকে এগুতে থাকে।
মুভিটি অবশ্যই দেখবেন। মুভিটি দেখতে দেখতে নানা কারণেই কিছু জিনিস বেশ ভালো লাগবে। মুভিটিতে বাংলাদেশের আমাদের নিজেদের সংস্কৃতি, দেশপ্রেম নানাভাবে ফুটে এসেছে। এমনকি একটা বাংলা গানও কিন্তু মুভিতে ব্যবহার করা হয়েছে। মুভিটিতে পরিচালকের আসল উদ্দেশ্য ছিলো এই গরীব অভিবাসী শ্রমিকদের উপর নানা অবিচার/অন্যায় এবং তাদের সংগ্রামী কষ্টের জীবনকে ফুটিয়ে তোলা।
পরিচালক সেটি দেখিয়েছেন কিন্তু একটু অণ্যভাবে। মুভিটিতে করিম চরিত্রে Mahbub Alam বেশ ভালো অভিনয় করেছেন। সবমিলিয়ে মুভিটি অবশ্যই সবার দেখার উচিত।
ইউটিউব ডাইনলোড লিংক(সাবটাইটেল সাথেই আছে):
পার্ট ১ * পার্ট ২ * পার্ট ৩ * পার্ট ৪ * পার্ট ৫
নটবর Not Out
কলকাতার মুভি। একেবারে নাম ভূমিকায় অভিনয় করেছে আমাদের বাংলাদেশের ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলে মুস্তফা প্রকাশ।
একদম নতুন একজন ছেলে। সাথে আছে রাইমা সেন। চমৎকার একটা মুভি। তামিল মুভির মারকাটারি নকল করে যাওয়া কলকাতার বর্তমানের মুভিগুলো থেকে বেশ আলাদা এবং ভালো মানের মুভি এটা।
মুভির গল্প নটবর সাহেবকে নিয়ে।
কবিতার প্রতি তার আলাদা প্রেম। সাথে আছে প্রেমিকা মিস্টু। কিন্তু প্রতিভার মূল্য না পেয়ে চলে আসে এডভারটাইজিং ফার্মের চাকুরে জীবনে। পিতৃপ্রদত্ত নামটার কর্পোরেট ভার্সনও বানিয়ে ফেলে। সবমিলিয়ে কাজটা কি ভালো হলো না খারাপ হলো ??? লোভনীয় চাকরী আর সাথে সুন্দরী সহকর্মী !!! সবমিলিয়ে তো ভালোই মনে হচ্ছে।
কিন্তু তার ভাগ্যতে মনে হয় অন্য কিছু লেখা ছিলো। দুনিয়ার সব ঝামেলা এসে হাজির হতে শুরু করে সামনে। বেচারা শেষমেষ আগের জীবনে পালাতে গিয়েও রক্ষা পাচ্ছে না। এভাবেই মজার এই মুভির গল্প সামনে এগুতে থাকে।
দারুণ মজার একটা রিফ্রেশ কমেডি মুভি।
মজার কিছু হিউমার আছে। দেখতে বসলে দারুণ মজার সময় কাটবে সবার। প্রথম ছবি হলেও বাংলাদেশের প্রকাশ বেশ ভালো কাজ করেছে। রাইমাকেও অদ্ভূদ সুন্দর লেগেছে মুভিটাতে। মুভিটা দেখার আগে ভেবেছিলাম বর্তমান কলকাতার কমার্শিয়াল মুভিগুলোর মতো কিছু একটা হবে।
কিন্তু একেবারেই অন্যরকম দারুণ একটা কমেডি মুভি। চমৎকার। দেখে ফেলুন। ভালো লাগবে সবার আশা করছি।
ইউটিউব ডাউনলোড লিংক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।