ভালোর স্বপক্ষে থাকুন সে যেই হোক, আর অন্যায়ের বিরুদ্ধে থাকুন সে যেই হোক। বাবা, মা, দল, গোত্র, গোষ্ঠী এসব ভালো কিংবা অন্যায় নির্ধারণ করে না। চার ঘন্টা ধরে ২টা টিউশনি করে, বাসে করে প্রায় ৬ ঘন্টা পরে বাড়ি ফেরলাম। বাসায় এসেই প্রচন্ড ক্ষিধায় পেট ভরে খেলাম। এতক্ষন পড়াই এতদুর থেকে যেয়ে কিন্তু একটা বাসায়ও কোন নাস্তা নেই, ( কেউ আবার মনে করেন টাকা তো দেই আবার নাস্তা দিব কেন???) প্রায়ই এমন ক্ষুধার্ত রাক্ষস হয়ে বাসায় ফিরি, আর মনে মনে প্রতিজ্ঞা করে আমার বাসায় যদি কেউ আসে তবে তাকে অন্তত এক কাপ চা দেয়ার চেষ্টা করব। বাংলার অন্যান্য ধন-সম্পদের মত সামান্য আতিথেয়তাও অনেকটা চলে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।