আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃ-মরহুম কবি মতিউর রহমান মল্লিক স্বরণে- ঃঃ

জন্ম ১৯৫৬ সালের ১ লা মার্চ, মৃত্যু ২০১০ সালের ১১ আগষ্ট মধ্যরাতে । এই মহান ব্যক্তিকে আজ স্বরন করছি আমার কাছে যিনি মহা পুরুষ, এ মহাপুরুষের জন্ম মহান সাধক খানজাহান আলী রঃ স্মৃতি ধন্য বাগেরহাটে। ২০১০ সালের ১১ আগষ্ট এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তার রবের কাছে। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন । তাকে স্বরণ করে তার রচিত কিছু গান আপনাদের জন্য।

তার রচিত কিছু গান……………. মোনাজাত মরহুম মতিউর রহমান মল্লিক আমার কন্ঠে এমন সুধা দাও ঢেলে দাও হে পরোয়ার যা পিয়ে এ ঘুমন্ত জাত ভাঙে যেন রুদ্ধদার। আমার গানের পরশ পেয়ে অশ্রুধারা ওঠে নেয়ে শাহাদাতের ভাগ্য চেয়ে জীবন জুড়ে আনে জোয়ার। আমার গানের সুরে প্রভু দিও দিও অগ্নিধারা দ্বীন কায়েমের চীর সবুজ অনুভূতি পাগলপারা…. আল-কোরানের আয়াত দিয়ে তৌহিদেরেই শরাব পিয়ে হেরার পথের রুশনি নিয়ে পার হয়ে যায় দূর পারাবার। আগুনের ফুলকিরা এসো মরহুম মতউর রহমান মল্লিক আগুনের ফুলকিরা এসো জড়ো হই দাবানাল জালবার মন্ত্রে বজ্রের আক্রোশে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে। ।

এসো বন্যার খরতেজ মাঢ়িয়ে এসো উল্কার ক্ষিপ্রতা ছাড়িয়ে র্নিদয় র্নিমম আঘাত হানি তাগুতের ষড়যন্ত্র্। । তৌহিদী বিপ্লব দিকে দিকে আনো আজ শান্তির সয়লাব বুকে বুকে দানো আজ্। এসো সত্যের সূর্য্ উদিয়ে এসো জেহাদের সংগীন উচিয়ে প্রলয়ে হুংকার ধ্বংস আনি বাতিলের সব ষড়যন্ত্রে। ।

চলো মুজাহিদ মরহুম মতিউর রহমান মল্লিক চলো চলো চলো মুজাহিদ পথ যে এখনও বাকী ভোল ভোল ব্যাথ্যা ভোল মুছে ফেল ঐ আখি। আসুক ক্লান্তি শত বেদনা শপত তোমার তুমি ভুলনা সমায় হলে দিও আজান তৌহিদের হে প্রিয় সাকি। । তোমার ঘামের সঙ্গে মিশে জাগবে সাড়া রাতের শেষে উঠবে বেজে ভোরের সানাই নীড়ছাড়া ওরে পাখি। ।

ক্ষুধায় কদম চলতে চায়না দৃষ্টি পথের সীমা পায়না বাকের পরে বাক যে এসে দূরের সাথে বাধে রাখি। । ব্যাথার পাথর বক্ষে চেপে যেতে হবে তবু যে দুরে থামলে তোমার চলবে নাতো ভীরুর ক্ষ্যাতি চাও নাকি। । সান্তনা তব খোদার খুশি এইত পাওনা রাশি রাশি লোকের ঘৃনায় কি আসে যায় খোদার সে রঙ নাও মাখি।

। দাও খোদা দাও মরহুম মতিউর রহমান মল্লিক দাও খোদা দাও হেথায় পূর্ন্ ইসলামী সমাজ রাশেদার যুগ দাও ফিরিয়ে দাও কোরানের রাজ। । কোটি কোটি মানুষ হেথায় বঞ্ছিত রে বঞ্চিত বাতির মতের জিন্দানে হায় লাঞ্চিত রে লাঞ্চিত জলে স্থলে বিভিষিকা হায় পশুত্ব আর বর্র্রতায় তাই তো হেথায় আজ কামনা খোদা তোমার রাজ। ।

লাখ শহীদের রক্তে এদেশ রঞ্জিত রে রঞ্জিত লক্ষ মায়ের বক্ষে ব্যাথ্যা সঞ্চিত রে সঞ্চিত কত ভাই যে হারিয়ে গেল কত বন্ধু প্রান হারাল সকল ব্যাথ্যা ভূলবো পেলে খোদা তোমার রাজ। আর কত চাও রক্ত খোদা উজাড় এদেশ উজাড় প্রায় আর কত চাও শহীদ খোদা উজাড় এদেশ উজাড় প্রায় চাইলে আরো নাওগো আরো রক্ত সাগর ভরো ভরো সকল কিছুর বদলাতে দাও খোদা তোমার রাজ। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।