আমাদের কথা খুঁজে নিন

   

.. জুলভার্ন ফিরে আসুন!!

সেই চিরবিদ্রো.... যে লড়াই , কখনো শেষ হয়না.... অনেকদিন কাজের চাপ নানা ব্যাস্ততা প্রিয় ব্লগারদের ব্লগে ঢু মারা হয় নি। আজ জুলভার্ন ভাইয়ের ব্লগে ঢুকতেই চমকে থমকে গেলাম! • পোস্ট করেছেন: ০টি • মন্তব্য করেছেন: ১৭১৬৯টি • মন্তব্য পেয়েছেন: ০টি • ব্লগ লিখেছেন: ৩ বছর ৫ মাস • ব্লগটি মোট ৩৫৭৬২৬ বার দেখা হয়েছে !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ভাল করে তাকালাম.....প্রোফাইলে লিখা.. সামু, আমার প্রিয় সামু-প্রত্যাশা পুরণে ব্যার্থতার ভাবে নূহ্য! বর্তমান সামু কোনো দিন প্রত্যাশিত ছিলনা-তাই আপাতত সামু চর্চা বন্ধ। আপাতত সামু নষ্টদের দখলেই থাকুক। যদি মডারেটর চান-তাহলেই সামু আবার ফিরে আসবে স্বমহিমায়, ফিরে আসবো আমিও অনেকের মতই। এভাবেই কি গুনি ব্লগাররা ক্রমশ: মূখ ফিরিয়ে নেবেন? আমরা তাদের নিয়মিতই হারাতে থাকব!!!! সামুর কি কিছূই করার নেই!!!!??????????? আমরা আন্তরিকতা আর প্রিয়তার অনুভবে শুধু ডাকতে পারি.... ফিরে আসুন জুলভার্ন ফিরে আসুন ফিরে আসুন।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।