আমি নিজের জন্য
গাজীপুর-৪ উপ-নির্বাচন
দুই জনের প্রার্থিতা বাতিল বহাল রেখেছে কমিশন
উচ্চ আদালতে যাচ্ছেন এক প্রার্থী
গাজীপুর-৪ আসন উপ-নির্বাচনে দুই প্রার্থীর প্রার্থিতা বাতিলের বিষয়ে রিটানিং অফিসারের দেওয়া সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন। এদিকে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। অপর প্রার্থী মো. বজলুল হকও এই রায়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন। আজ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন কমিশন এই দুই প্রার্থীর আপিলের শুনানি শেষে এই রায় দেন। ইসি সচিবালয়ে এই শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ বলেন, আমরা চূড়ান্ত শুনানি শুনলাম। এতে রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদের সিদ্ধান্তই বহাল থকলো। শুনানির সময় সিইসি, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। এদিকে, ইসির এ রায়ের বিরুদ্ধে মেনে নেননি মো. বজলুল হক ও মোস্তাফিজুর রহমান মোস্তফা। মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, তিনি এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করবেন।
গাজীপুর-৪ আসন উপ-নির্বাচনের রিটানিং অফিসার গত ৫ সেপ্টেম্বর এ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া আট প্রার্থীর মধ্যে ত্র“টির কারণে পাঁচ জনের প্রার্থিতা বাতিল করেন। এরমধ্যে গত শনিবার ইসি সচিবালয়ে দুই প্রার্থী তাদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেন। তারা হলো- স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা (জাতীয় পার্টি) ও মো. বজলুল হক (বিএনপি)।
এরআগে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান, ঋণ খেলাপি ও সংযুক্ত কাগজপত্রে ত্রুটি থাকায় পাঁচজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ নির্বাচনে এখন প্রার্থিতা বহাল রয়েছে তিন জনের।
তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত সিমিন হোসেন রিমি, তার চাচা স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিন আহমদ খান ও কমিউনিস্ট পাটির্র প্রার্থী মোহাম্মদ আসাদুল্যাহ বাদল। উল্লেখ্য, আওয়ামী লীগের তানজিম আহমদ সোহেল তাজের পদত্যাগের কারণে জাতীয় নির্বাচনের প্রায় দেড় বছর বাকি থাকতে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে উপনির্বাচন হচ্ছে। আগামী ৩০ সেপ্টেম্বর এখানে ভোটগ্রহণ হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।