আমাদের কথা খুঁজে নিন

   

১ লক্ষ ৩০ হাজারের ভিতরে মটরবাইক কিনতে চাই কোনটা কিনলে ভাল হবে???

সফটওয়্যারের সকল আপডেটেড ডাউনলোড লিঙ্ক পাবেন আমার সাইটে। www.hasanjubair.com ভার্সিটি অনেক দূর তাই আসা যাওয়ার জন্যই কিনতেছি। তাই যে যাই ভাবেন আমার নিয়ত ভাল। আমার বাজেট হচ্ছে ১৫০০০০ কিন্তু কাগজ পত্র করতে নাকি ২০০০০ টাকা লেগে যাবে। তাই বাইক কেনার জন্য বাকি থাকে ১৩০০০০।

এখন এই দামে কোন ভাল বাইক হবে? ১০০cc এর উপরে কেনার ইচ্ছা নেই। কারণ তেল নাকি বেশি খায়। দেশি পণ্য ওয়াল্টন কেমন? Discover 100cc কেনার ইচ্ছা ছিল এখন দাম নাকি বেড়ে গেছে। সেকেন্ড হ্যান্ড কিনলে কোন সমস্যা আছে? সেকেন্ড হ্যান্ড কিনলে কি কি দেখে কেনা উচিত? কাগজ পত্র কি নতুন করে করতে হবে? বাইকার ভাইয়েরা প্লিজ দয়া করে সাহায্য করেন। আপডেট আপাতত TVS Metro 100 আর Hero Honda Splendor NXG পছন্দ হইছে।

TVS এ নাকি বছরখানেক পর ইঞ্জিনে সমস্যা করে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।