আমাদের কথা খুঁজে নিন

   

ফোক মিউজিক অফ পাকিস্তান

মরণ আমার ভালো লাগে ১৯৫১ সালে, বিশ্বব্যাপী লোক সঙ্গীত সংগ্রাহক হিসাবে সুবিখ্যাত প্রতিষ্ঠান, ফোকওয়েজ রেকর্ডস (প্রতিষ্ঠানটি বর্তমানে মাকিন যুক্তরাষ্ট্র সরকার পরিচালিত স্মিথসোনিয়ান ইন্সটিটিউট মিউজিয়ামের অধিভুক্ত), তদানীন্তন পাকিস্তানের (পূর্ব ও পশ্চিম) বিভিন্ন অঞ্চলের লোকসঙ্গীতের এই শোকেস অ্যালবামটি বের করে। এই অত্যন্ত দুর্লভ অ্যালবামটি আমি সম্প্রতি অ্যামাজন থেকে এমপি৩ ডাউনলোডে কিনেছি, আমাদের দু'জন বিস্মৃতপ্রায় শিল্পী, আব্দুল হালিম চৌধুরী ও মুমতাজ আলী খানের গাওয়া দুটি লোকগীতির জন্য। অ্যালবামের অন্য গানবাজনা গুলোও দারুন। শুনুন। ফোক মিউজিক অফ পাকিস্তান ০১ ঢোলক গীত (পাঞ্জাব) - ইকবাল বানো ০২ মাহিয়া (ভালবাসার গান - পাঞ্জাব) - আলী বকশ জহুর ০৩ ভাটিয়ালী - কোথা গেল প্রানবন্ধু - আব্দুল হালিম চৌধুরী ০৪ সারহাদ অঞ্চলের লোক সুর ০৫ সিন্ধু অঞ্চলের লোক নাচ ০৬ কোহিয়ারি - সিন্ধু অঞ্চলের যন্ত্রসঙ্গীত - আলী মোহাম্মেদ ০৭ ঢোলক গীত (পাঞ্জাব) - ইকবাল বানো ০৮ তাংতাকর - দক্ষিন-পশ্চিমাঞ্চলের গল্প-সঙ্গীত ০৯ পশতু ভালবাসার গান ১০ ভাওইয়া - ফান্দে পড়িয়া বগা কান্দে রে - মুমতাজ আলী খান ১১ লোক সুর ১২ খটক নাচের বাজনা ১৩ খটক নাচের বাজনা কোয়ালিটি - ১২৮ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ৩৭ মেগাবাইটস ডাউনলোড - ফোক মিউজিক অফ পাকিস্তান  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।