রাজা ঘটনা এক ....
আমার সাথে কাজ করে এক বাঙ্গালী.. হঠাত তার কাছে কল আসলো ..অপর প্রান্ত থেকে জানানো হইলো আপনি অমুক কোম্পানী থেকে লটারীর জন্য নির্বাচিত হয়েছেন, আপনার সীম নম্বর ৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯ এবং সীম নম্বরটি সঠিক। এই লটারী পেতে হলে আপনি আপনার নম্বর থেকে এই নম্বরে কল দিয়ে লটারী ক্লেইম করুন। সে কল করলো এবং অপর প্রান্ত থেকে তার ব্যক্তিগত তথ্য জিঞ্জাসা করা হলো । যেমন আপনার নাম , আপনার আইডি কার্ড নম্বর... ব্যস ফোন কেটে দিলো।
এরপর যা হবার তাই হলো .... তার ব্যালেন্স কমে ।
পরবর্তীতে সে সেই একাউন্ট ক্লোজ করে অন্য নম্বর নেয়।
ঘটনা দুই ..
হঠাত করে আমার বসের নম্বরে এক লোকের কল ...অমুক কোম্পানী থেকে লটারীর জন্য নির্বাচিত হয়েছেন, আপনার সীম নম্বর ৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯ এবং সীম নম্বরটি সঠিক। বস আমারে ডাইকা নিয়া কয় এই ঘটনা। আমি তারে আগের কাহিনী কইলাম। এবঙ তারে কল করা হইতে বিরত রাখলাম।
সীম আসলে ক্লোন হয় কি ? মনে হয় না ।
এই ক্ষেত্রে তারা কিভাবে সীম নম্বর পায় তা জানা নাই - কিভাবে কি করে তাও জানি না।
আমার যা মনে হইলো - কোম্পানীর কোন দুষ্টো লোকরে হাত কইরা তার সীম হারানোর অপশান টা ইউজ কইরা পুনরায় তোলা হয় এবং আগের সীম ব্লক করা হয় না ।
তবে ঘটানা দুইটার স্বাক্ষী আমি নিজে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।