আমাদের কথা খুঁজে নিন

   

ফটো ব্লগঃ ডিনার ক্রুজ@ Chao Phraya River, ব্যাংকক

গত মার্চে থাইল্যান্ড গিয়েছিলাম বউ সহ। ব্যাংকক, পাতায়া আর ফুকেট ছিল ভিজিটিং লিস্টে। ব্যাংককে অনেক ভ্রমণ প্যাকেজ নিয়েছিলাম, তারমধ্যে আমার (এবং আমার বউয়ের) কাছে যে প্যাকেজটি সবচে ভাল লেগেছে তা হল Chao Phraya নদীতে ডিনার ক্রুজ। কাপল কিংবা আমার মত ম্যারিড কাপল (যাদের বাচ্চা-কাচ্চা নেই) এর প্রতি আমার বিশেষ অনুরোধ ব্যাংককে আসলে অন্তত এই প্যাকেজটি অবশ্যই নেবেন। বাজি রেখে বলতে পারি বিদেশের মাটিতে এত রোমান্টিক পরিবেশ খুব বেশি পাবেন না।

যাহোক কথা কম, কিছু ছবি শেয়ার করিঃ ফেরিঘাটে পৌঁছালাম সন্ধ্যা সাড়ে সাতটায়, অনেক ভীড় ফেরি আসবে সাড়ে সাতটায়, হাতে বেশ সময়। ট্রাইপড সাথে আনিনি, তারপরও লো-লাইট ফটোগ্রাফির লোভ সামলাতে পারলাম না। বউকে শপিংমলে ঢুকিয়ে দিয়ে শুরু করলাম নাইট ফটোগ্রাফি-- আমাদের ফেরি জেটিতে এসে পড়েছে সুকন্ঠী গায়িকা আমাদের অভ্যর্থনা জানাল, উপরের ডেকের সামনে খোলা জায়গায় সিট নিয়েছিলাম। রাতের ব্যাংককের সৌন্দর্য দেখতে হলে বেশি টাকা দিয়ে হলেও এই সিটগুলোই নেবেন। ইতিমধ্যেই ডেক পরিপূর্ণ হয়ে উঠেছে।

যাত্রা হল শুরু... ঝলমলে ব্যাংককের আলো পড়েছে নদীতে অভূতপূর্ব দৃশ্য.. ডিনার নিয়ে এলাম। বুঁফে ডিনার থাই, চাইনিজ, জাপানিজ, ইন্ডিয়ান, এরাবিয়ান সহ হরেক রকমের খাবার। আপনি কতটুকু পেটুক তার প্রমান এখানে হয়ে যাবে। ডিনার করছি কিন্তু ক্যামেরার শাটার বন্ধ নাই গ্র্যান্ড এমিরাল্ড টেম্পল রাতের মৃদুমন্দ হাওয়া, ঝলমলে রাত, থাই ফুড, স্থানীয় সংগীত আর প্রেয়সী!....আর কি দরকার?? এই ব্রিজ নিচ দিয়ে ঘুরে আবার একই পথে ফিরে আসলাম জেটিতে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।