-ভাইজান একটা হজের ছোয়াব পাইলেন’ এমদাদ একটা অশ্লীল হাসি দিল । ‘ যুবতী মাইয়া –একটা বিরাট কামের কাম করলেন । আপনি না থাকলে যে কি হইত, ইয়া মাবুদ- বলে লম্বা একটা হাই তুলে সে মেয়েটির দিকে এগিয়ে গেল । আমি এমদাদের দিকে তাকিয়ে তার মোটিভ বোঝার চেষ্টা করলাম । বিরবির করে বলছি, তো্র ছো্যাবের খেতা পুড়ি হারামজাদা ।
সামনে বিপদ, তুই আমারে বিরাট বিপদে ফেলছস । আমি জানি, এই বাসের একজন যাত্রীও সময় মত আমার সাথে থাকবে না । এত রাতে এই মেয়েকে নিয়ে এখন আমি কি করব ? মাথা কাজ করছে না । গত দুদিনের গরমে এমনিতেই জীবন শেষ । বউ বাচ্চার সাথে দেখা করার জন্য ঢাকা যাচ্ছি ।
আর এখন ? সাত-পাচ ভাবতে লাগলাম । আমি জানি আমি ঝোকের মাথায় কাজ করি। এই কাজটাও এমন-ই। আমি ভুট্টার খইয়ের ২য় পেকেট খুললাম............
(চলবে )।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।