আমাদের কথা খুঁজে নিন

   

কাম অন চাইল্ড.!! ইটস টাইম টু গ্রোউ আপ।

" গাধা আর গরু ছারা রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিরোধিতা কেউ করবে না " -আমি দায়িত্ত নিয়েই বলছি এবং যুক্তিও আছে। অনেক কথাই বলা যেতে পারে পরিবেশের বিরুপ প্রতিক্রিয়ার বিশয়ে এবং দেশের বিরুদ্ধে আত্নঘাতী সিদ্ধান্ত হিসেবে কিন্তু আসলে আমার গত দুই বছরের রাজনিতির বিস্লেসন বলে "ইট ইজ আনাদার ওয়েল প্ল্যান্ড ব্ল্যাক গেইম বাই দি গভারনমেন্ট " আপনার আর আমার চেয়ে সরকার বা বিরোধিদল কম বুঝে না। এই সরকার বরবরই ঘটনার জন্ম দেয়, পানি ঘোলা করে পরে আবার ফিটকিরি দিয়ে পরিস্কার করে। সো হেয়ার নাথিং টু ওয়ারি। আওয়ামিলিগ বেশ কিছুদিন যাবত ব্যাকফুটে আছে মাঠের রাজনিতিতে সো উপায় হিসেবে মানুসের চোখ সরাতে অনেক আয়োজন করবে এখন এবং এটি সেইরকমি একটি ডেমনস্ট্রেশন। কয়েক দিন যাইতে দেন সব ঠিক । এই ঘটনার ডেড লাইন দেই ওকে "আগামি মাসের পাচ তারিখ "

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।