বাংলাদেশ তোমায় ভালবাসি...। কিছুদিন ধরেই গুজব শোনা যাচ্ছে মোবাইল ফোনে মিস কল দিয়ে সিম ক্লোন করা হচ্ছে। এটা গুজব ছাড়া আর কিছুই নয়। কারন মিস কল/ কল এমন কি বর্তমানে যেসব সিম ব্যবহার করা হয় রিডার দিয়েও সিম ক্লোন করা সম্ভব নয়। আগের যে ৩২ কিলো বাইটের সিম ছিল ঐ সিম থেকে সিম রিডার দিয়ে ডাটা কপি করে অন্য সিমে পেস্ট করে সিম ক্লোন করা যেতো।
প্রত্যেক সিমেরই একটা সিম আইডি থাকে আগের সিম গুলোতে সিম আইডি কম্প্রেস করা থাক্তো না। তাই সিম রিডার দিয়ে সিম ক্লোণ করা বা সুপার সিম (১৬ টা সিম একসাথে) তৈরি করা যেতো। বর্তমানে ৬৪ কিলোবাইটের সিমে সিম আইডি কম্প্রেস করা থাকে। এইসব সিম থেকে সিম রিডার দিয়ে এসএমএস, কন্টাক্ট নম্বর রিড করা গেলেও সিম আইডি রিড করা যায়না। আর মিস কল বা কল দিয়ে তো কোন ভাবে সম্ভবই না।
একটা বিষয় ভেবে দেখুনঃ ফোন কল করার সময় কখনো সিমের তথ্য যেমনঃ সিম আইডি, পিন, পাক, এসএমএস, কন্টাক্ট কল গ্রহিতার কাছে যায়না। আর আপনার মোবাইল ফোন সেট যদি আপনার সিমের আইডি কপি করতে না পারে তাহলে তা অন্যের কাছে পাঠাবে কি করে?? আর এমন কোন ফোন সেট এখনো তৈরি হয়নি যা সিম ক্লোন করার মতো ডাটা কপি করতে পারে।
১০০% নিশ্চিত থাকুন যে কল/মিসকল, ব্লুটুথ দিয়ে সিম ক্লোন করা সম্ভব নয়। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।