আমার অনুমতি ছাড়া এই ব্লগের লেখা কোথাও প্রকাশ করা যাবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং শিক্ষকগণের আবাসন সমস্যার তীব্র সংকট থাকা সত্বেও বিজ্ঞ কর্তৃপক্ষ আদৌ কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। আন্দোলনের সময় দুইটি হল উদ্ধারের দাবি করলেও এখন পর্যন্ত ঐ উদ্ধার পর্যন্ত রয়ে গেছে--তা বাসযোগ্য করে তোলার ব্যবস্থা নেয়াও হয়নি। অথচ পদ্মা সেতু প্রকল্পের জন্য আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ১ কোটি টাকা সাহায্যের সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষার্থীদের সাথে কোন আলোচনা ছাড়াই। দুঃখজনক হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শুধুমাত্র অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর তুলনায়ই স্বল্প নয়,ইডেন কলেজ,ঢাকা কলেজ প্রভৃতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর তুলনায় ছোট.
এসব জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
অথচ আমরা ঢাকার ১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্বেও আমরা আমাদের আবাসন সংকটের এখনো কোন সমাধান পাইনি। আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থ আমাদের নানাবিধ সমাধানের জন্য ব্যবহার না করে তৈল মর্দনের কাজে ব্যবহৃত হচ্ছে। আমাদের আবাসন সমস্যা সমাধানের জন্য হল উদ্ধারের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে জমি ক্রয় অথবা লীজ নিয়ে হল নির্মাণের ব্যবস্থা করুক কর্তৃপক্ষ। বুয়েটও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়া জমিতে তাদের শিক্ষা-কার্যক্রম পরিচালনা করছে। দুঃখের বিষয়,আমাদের শিক্ষাগুরুদেরও আবাসন সুবিধা দেয়া হয়নি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্বেও।
আমাদের পরিবহন সংকট এবং শিক্ষকদের পরিবহনের বেহাল অবস্থাও চোখে পড়ার মত। আমাদের বিশ্ববিদ্যালয় নানাবিধ সমস্যায় জর্জরিত হওয়া সত্বেও কর্তৃপক্ষ উদাসীন এবং তৈল মর্দনে ব্যস্ত। তাই পার্শবর্তী বাংলাদেশ ব্যাংক,জজ কোর্ট,জেলা প্রশাসকের কার্যালয় আজও আমাদের নাকের ডগায় অবস্থিত,যদিও সব আমাদেরই সম্পদ। আমাদের ক্যাম্পাসের সামনে গাড়ি,রিকশা বেপরোয়াভাবে চলে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন পর্যন্ত সৃষ্টি করতে পারেনি আমাদের তৈল মর্দনকারী কর্তৃপক্ষ,আদৌ করতে পারবে কিনা সন্দেহ!!!
অবশেষে এইটুকুই প্রার্থণা করি, কর্তৃপক্ষকে সুবিবেচনার শক্তি দান কর।
courtesy to:Sumaya Nipu ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।