এসো নীপবনে একদিন একটি ছোটমাছ তার মায়ের সাথে নদীতে সাতার কাটছিলো। পানি ছিলো পরিস্কার আর উষ্ণ। ছোট মাছটি চাইলো দ্রুত সাতার কাটতে আর আরো বেশি দূরে যেতে। তাই সে সাতরাতে সাতরাতে নদীর কিনারে চলে এলো। নদীর ধারে একটা সিম গাছ বেড়ে উঠছিলো।
তাতে একটা সিম বেশ বড় আর মোটাও হয়েছিলো। ছোট মাছটি সিমটা দেখে মনে মনে ভাবলো- এতো মজার জিনিসতো এর আগে দেখিনি।
সে সিমকে ডাকলো, ‘এই, এই মোটু?’
সিমটি তাকে বললো, ‘এই পিচ্চু’
ছোট মাছটি ‘পিচ্চু’ শুনে খুব কষ্ট পেলো। সে কাঁদতে কাঁদতে মায়ের কাছে এসে বিচার দিলো- ‘মা, একটা বড় মোটা সিম আমাকে না ‘পিচ্চু’ বলেছে। তুমিই বলো, আমি কি এতো ছোট? আমার তো একটা লেজ ও আছে না?’
মা মাছটি বললো, ‘নিশ্চয়ই তুমি সিমটাকে কিছু বলে কষ্ট দিয়েছো’।
‘না মা, আমি কিছু বলিনি’।
‘বেশ, চলো সাতরে যাই নদীর তীরে, আর জিজ্ঞাস করে দেখি সিম কেনো তোমাকে এমন কথা বললো’।
যেমনি বলা, তেমনি কাজ, মা আর মেয়ে (ছোট মাছটি) নদীর ধারে এলো।
মা মাছটি বললো, ‘সুপ্রভাত, মিঃ সিম’
সিমটি উত্তর দিলো, ‘আপনাকেও সুপ্রভাত, মিসেস, মাছ’
মা মাছটি এবার জিজ্ঞাস করলো, ‘মিঃ সিম, আপনি কি বলবেন, এমন কি কারণ ছিলো যে আপনি আমার ছোট্ট মেয়েটির মনে কষ্ট দিয়েছেন? তাকে পিচ্চু বললেন?
সিম বললো, ‘সে যা দিয়েছে, ঠিক তাই পেয়েছে। সে আমায় মোটু বলেছে, তাই আমি তাকে পিচ্চু বলেছি’।
এ গল্প থেকে আমরা শিখলাম যে, ‘কখনো অন্যের মনে কষ্ট দিতে নেই। তবে তোমাকেও কষ্ট পেতে হবে’।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।