আমাদের কথা খুঁজে নিন

   

চে,টি-শার্ট,পুঁজিবাদ ও চে এর অতৃপ্ত আত্মার ক্রন্দন

www.facebook.com/sourav.ctg এড দিলে সাথে একটা মেসেজ দিয়েন আজকে নাকি চে এর জন্মদিন। বছর দুই আগে আমার একটা টি শার্ট ছিলো চে এর। ছিড়ে ফাতাফাতা হয়ে গেছে। সাম্রাজ্যবাদী আমেরিকার অন্যতম পথের কাঁটা ছিলো চে। তাকে মারার জন্য প্ল্যান করে সিআইএ।

বুঝাই যায় আমেরিকান সরকার কতটা ভয় পেতো এই বিপ্লবীকে! আমি মূর্খ মানুষ। চে সম্মন্ধে তেমন কিছু জানি না। টি শার্ট এ দেখেই চিনেছি এই বিপ্লবীকে। একজন মাস্টারদা বা প্রীতিলতা বা নকশাল আন্দোলনে পুলিশের ক্রসফায়ারে পড়া মেধাবী ছাত্র বা প্রফেসর আমাকে যতটা টানে চে আমাকে ততটা টানে না। কালকে কার স্ট্যাটাস এ জানি দেখলাম পুঁজিবাদের সবচেয়ে বড় বিরোধীর ছবি গেঞ্জিতে লটকায়ে ভালোই ব্যাবসা করছে পুঁজিবাদীরা।

কথাটার ওজন আছে!সারা বিশ্বে চে এর ছবিওলা টি শার্ট বেচে কত মিলিয়ন ডলারের রেভিন্যু হয় কে জানে। আমি ভাবছি চে এর টি শার্ট আর কিনবো না। যারা চে কে পছন্দ করেন তারা আশা করি চে কে গেঞ্জিতে না লটকায়ে সমাজে বিপ্লব ঘটাতে এগিয়ে আসবে। নাহলে গেঞ্জিতে গেঞ্জিতে ঘুরে বেড়াবে চে এর অতৃপ্ত আত্মা । বিলম্বিত শুভ জন্মদিন হে মহান বিপ্লবী! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।