শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু শিক্ষিত লোকই জাতির মেরুদণ্ড নহে অনেকেই হয়তো বলবেন হ্যাঁ হ্যাঁ ১০০০% দায়ী। কিন্তু যারা এ কথা বলেন তারা হয়তো ভুলে যান ডিশ বা পর্ণ বাংলাদেশে আশার আগেও এইসব ঘটনা অহরহ হয়েছিল। এখন অনেক স্কুল ছাত্রদের মোবাইলে পর্ণ ক্লিপ থাকে, অনেকের পিসির হার্ডডিস্ক এসব চলচিত্র(!) ভরা থাকে। কিন্তু যখন এসব ছিল না তখন? ধর্ষণ, যৌন হয়রানী এগুলো শুধু বাংলাদেশের সমস্যা না, আরও অনেক দেশ এই ধরনের সমস্যায় আক্রান্ত। নারী নির্যাতন যেমন আমেরিকার মত প্রযুক্তি উন্নত দেশে আছে তেমনি কঙ্গ, সোমালিয়ার মত দেশেও আছে।
ইভটিজিং বন্ধ করার বয়ান করতে অনেকেই মেয়েদের শালীন(!) পোশাকের উপর গুরুত্বারোপ করেন। আজকেও মসজিদে খুতবা দিতে গিয়ে ইমাম সাহেব এটা নিয়ে বেশ গরম বক্তিতা দিয়েছেন। মুখতারান মাইএর কথা অনেকের হয়তো মনে আছে। পাকিস্তানের একটি প্রত্যন্ত এলাকায় উনি নিপীড়নের শিকার হয়েছিলেন। এখন প্রশ্নটা হল উনি কি অশালীন পোশাক পরে নিজেকে প্রদর্শন করেছিলেন নাকি যারা উনাকে ধর্ষণ করেছিল তারা এর আগে ভাল করে পর্ণ মুভি দেখে নিয়েছিল? ১৯৯৮ সালে পুলিশ কন্ট্রোল রুমে শিশু তানিয়ার উপর নির্যাতন, ১৯৯৫ সালে দিনাজপুরে ইয়াসমিন ধর্ষণ ও হত্যা, ২০০১ সালে নির্বাচন পরবর্তী পূর্ণিমা রানী শীল ধর্ষণ এইসব ঘটনা পর্যালোচনা করলে নারী নির্যাতন প্রতিরোধে তথাকথিত শালীন পোশাক তত্ত্ব বা পর্ণ চলচিত্রের নিষিদ্ধকরণের অসারতা ফুটে উঠে।
মূলত যারা নারী নির্যাতন করে তারা একধরনের মানসিক বিকারগ্রস্ত। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।