আমাদের কথা খুঁজে নিন

   

সেই সামু থেকে এই সামু (ব্লগ এবং ব্লগার) : নতুন ব্লগারদের জন্য একটি সিরিজ পর্যালোচনা - পর্ব ৩

আর জন্মে "এ টীম" হইতে চাই... কথায় আর কাজে... আমি এমনই বাজে!!! পর্ব ৩ : আজকের এই তৃতীয় পর্বে আমি ব্লগারদের নিক সম্পর্কে কিছু সাধারণ তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। এবং পূর্বেই বলে রাখি, এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় বিধায় কেউ আমাকে কোনো নিকের বিষয়ে প্রশ্ন না করলেই খুশি হইবো। কারণ হিসেবে ধরেই নিবেন যে, আমি নিজেই জানি না! প্রথম দিকের নিকগুলোঃ সামুতে প্রথম নিবন্ধিত ব্লগার "দ্যা ক্রিয়েটর" ইমরান ভাই। তার ব্লগ আই ডি. : ০০০০০০১। তারপর নিবন্ধন করেছেন যথাক্রমেঃ দিদার ভাই, দেবরা আপু, শাহানা আপু, হাসিন ভাই।

(( ব্লাগারদের নিজেদের নিবন্ধনের ক্রমিক নাম্বার বের করার জন্য ব্লগার "অণুজীব"-এর জেনে নিন আপনি সামহোয়্যারের কত নাম্বার ব্লগার - - - শিরোনামের পোষ্টটি পড়ে দেখতে পারেন! )) এখন পর্যন্ত (০৭.০৯.২০০১২-এর সন্ধ্যা ৭.২৩) সর্বশেষ ব্লগার তানজীব হোসেন খান, তার নিবন্ধন নাম্বারঃ 123492। মাল্টি সমাচারঃ আমরা যারা পুরানা পাপী তাগোর প্রায় সব্বাইরই ৪/৫ টা কইরা নিক আছে। পুরানারা সবাই একাধিক নিক ব্যবহার করার কারণেই মনে হয় ব্লগে এতো নিকের ছড়াছড়ি। এককভাবে ব্লগে সবচেয়ে বেশি মাল্টি নিকের মালিক "ডাক্তার আইজউদ্দিন"। বসের এই নিকের মাল্টি আছে আরো তিনডাঃ ডঃ আইজউদ্দিন, ডাঃআইজউদ্দিন ও ডাক্তার আইজউদ্দিন।

বসের প্রিয় কিছু নিক লিষ্ট চেক কইরা দেখবার পারেনঃ "হারাধন" "গন্ডার" "ডাক্তার" "হরিদাস" বর্তমানে জীবিতদের মধ্যে, এককভাবে সর্বোচ্চ নিকের মালিক "ফিইশন ফাইভ" তার কিছু নিকের লিষ্ট তিনি সবার জন্য উম্মুক্ত করে রেখেছেন, যেগুলো আপনি তার এই নিকের লিংকগুলোতে গেলেই দেখতে পাবেন। দলীয়ভাবে সবচেয়ে বেশি নিক ছিলো "দ্যা এ টীম"-এর কমরেডগো ৪০০ ডা! বসেরা প্রায়ই ব্যান খাইতো আর নতুন নিকে ঝাপাইয়া পড়তো! গ্রুপ নিকঃ গ্রুপ নিক হইলো কয়েকজন ভাই-বেরাদার মিল্লা চালায় যেই নিক হেইডা! সামু ব্লগে বেশ কিছু গ্রুপ নিক আছেঃ "গ্রাইন্ড ফ্লোর", "টানজিমা", "স্বপ্নকথক" আর সম্ভবতঃ সবচেয়ে জোরালোভাবে যেই নিকটাকে গ্রুপ নিক বলে সেইটা হইলো "ফিউশন ফাইভ"। কেউ বলে, এইডা ৫ জনে মিল্লা চালায়, কেউ বলে এইডা মডুগো পাবলিক নিক ইত্যাদি ইত্যাদি। সাইয়্যা নিকঃ সম্ভবতঃ "সুমী"-রে দিয়া শুরু বা "বড় ভাবী"-রে দিয়া শুরু আরো আছিলো "চম্পা ভাবী" তয় সবচেয়ে হিট হইসে "অপি আক্তার" নিকের বিষয়গুলা বের করা একটু জটিল আর সবাই আবার এটি মেনেও নেয়না; তাই যার যার মতো করে ধরে নিন কোন মূল আর কোনটা মাল্টি বা কে সাইয়্যা আর কে মাইয়্যা! ঠিকাছে... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।