আমরা ফাঁকা গুরু / জড় কুশীলব/ সযত্নে কোকিলের বাচ্চা ফোটাই/আমরা গো গর্দভ কাক........................ ডাকনাম ডাকনাম ভুলিয়ে দাও ঈশ্বর । শুকিয়ে ওঠা ক্ষতের মতো ফড়িঙের ছেড়া পা খসে পড়া টিকটিকির লেজ চিনি লোভী পিপড়ের দৌড় প্রতিযোগিতা গাছের ডালে আটকে থাকা নিঃসঙ্গ ঝিঝির খোলস নদীর তীর জুড়ে আঁকা বাঁকা ঋতুমতী অজগরের মতো ঢেউ। আর একটা লাল টিপ ঠিক নির্ঘুম লাল চোখের মতন উঠোনে শুকোতে দেওয়া বউদির শাড়ির শরীরী গন্ধ চোখের ভেতর নূতন মেঘের উসখুস উত্তেজনা জোস্ন্যায় ঘুমিয়ে থাকা উজ্জ্বল অন্ধকারের মতন আমার ডাকনাম; আমার ডাকনাম, শুকিয়ে যাওয়া ক্ষত চিন্হের মতন বিভৎস স্থির কেন? ছায়াবৃত্তান্ত একটা হাইব্রিড ভোর পাঠিয়ে দিয়েছেন বৈজ্ঞানিক পরমেশ্বর এখন ইচ্ছেমত দরজার ওপাশ থেকে নামাতে পারি সকাল, দুপুর, বিকাল এমনকি লাল টুকটুকে সন্ধ্যাও সূর্যকে আর দেবতা বলে প্রণাম করতে হয় না। একটা হাইব্রিড কাগুজে প্লেন উড়িয়ে দিয়েছেন প্রযুক্তিবিদ ঈশ্বর এখন অনায়াসে পানির উপর কতৃত্ব ফলাতে পারি কুমিরের মত আকাশে খরগোশ জীবন থ্যাবরানো চ্যাবরানো লৌহ ঈগল এমনকি ডাঙায় অগ্নি গোলক ওগরাতে ওগরাতে পায়চারি রত মস্ত ডাইনোসরও। কিছু হাইব্রিড তুলি পাঠিয়ে দিয়েছেন শৈল্পিক পরমেশ্বর এখন ইচ্ছেমত আকতে পারি বন্ধুর বয়সী মেঘ, বান্ধবীর বয়সী লজ্জায় লাল হওয়া সাবালিকা রোদ এমনকি দাদীর বয়সী বুড়ো শ্যাওড়া গাছের ঘুটঘুটে ছায়াও। শুধু আঁকতে পারিনি আজও নিজের ছায়া ছায়ার কি নিজস্ব কোন ছায়া থাকে? রূপকথা জয়োল্লাস পান করে রোজ ঘুমিয়ে পড়ে কাক আর টিয়ে পাখিরা। অথচ আরশ থেকে নেমে আসা কামিনীগন্ধা অন্ধকার ছটফট করে আনকা বীর্যের মতন কার ছৌ মেলা উঠোনে উঠোনে-নখের ডগায়। ঘুঘু একটা ছোট্ট পাখি সম্প্রতি তার বুকের পুকুরে ডুবুরিরা খুজে পেয়েছে একটা মাছরাঙা তিনটা খলসে মাছ আর এক ঝাক বিরলপ্রজ পুটি। রৌদ্রের চুমুর মিছিলে তাই তারা অনগ্রসর ছেলে যাদের হাতের তালুতে বসে ঘুমঘুম চোখে আজো রাজকন্যা করে চলে এক লক্ষীমন্ত রাজপুত্রের সংসার। তবে কি? ঘুমের দোলায় চড়ে আজও সে স্বপ্নে প্রত্যাশা করে এক রাক্ষস পুত্রের দস্যুতা............. ------------------------------------------------------------------রাজকুমার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।