আমাদের কথা খুঁজে নিন

   

"এই যে দুনিয়া কিসেরও লাগিয়া" গানটা নানু ভাইয়ের খুব প্রিয় ছিল, এখন গানের অর্থটা বুঝি।

সত্যের সন্ধানে Click This Link নানু গানটা প্রায়ই শুনতেন আর গাইতেন। খুব বিরক্ত লাগত। এখন বুঝি গানটা কতটা সত্য। আবদুল আলীমের অসাধারণ গলা। এই নেন গানটা - এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন সাঁই।

এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন সাঁই। এই যে দুনিয়া ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ? ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ? যেমনি নাচাও তেমনি নাচি যেমনি নাচাও তেমনি নাচি আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া. তুমি বেহেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি বেহেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ কেবল আল্লাহ তোমায় চাই আমি কেবল আল্লাহ তোমায় চাই এই যে দুনিয়া কিসেরও লাগিয়া তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড় । তুমি হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড় । তুমি বাঁচাও তুমি মার তুমি বাঁচাও তুমি মার তুমি বিনে কেহ নাই আল্লাহ তুমি বিনে কেহ নাই।

এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন সাঁই। এই যে দুনিয়া ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।