আমাদের কথা খুঁজে নিন

   

‘শিলা-মুন্নী-আনারকলি'

বেশ অনেকদিন পর সেদিন টিভিতে একটা হিন্দী ছবির গানের চ্যানেলে একটা গান দেখলাম, গানের শিরোনাম হল “আনারকলি...।” দেখে আমি ভাবলাম এইটা কি গান। যারা যারা দেখছেন এই ভিডিওটা যেখানে মালাইকা অরোরা নাচে...... কি টাইপের অশ্লীল একটা গান... আজকালকার হিন্দী ছবিগুলোতে কি থাকে? গল্প যাই হোক না কেন। অবশ্যই অবশ্যই একটা আইটেম গান......যেখানে অশ্লীল নাচের প্রদর্শনী থাকে। আর আমরা এই গান গুলা নিয়েই নাচানাচি করি, গায়ে হলুদ এর অনুষ্ঠানে, কিংবা ইংরেজী নতুন বর্ষের অনুষ্ঠানে......আবার আমাদের ৩/৪ বছ রের মেয়ে শিশু থেকে শুরু কর বড় বড় মেয়েরা পর্যন্ত নাচানাচিও করে এইসব গানে। কিন্তু একবার ভেবে দেখেছি কি আমরা এগুলো কত অপমান জনক নিজেদের জন্যই? আমি অনেক বাবা-মা কে দেখেছি গর্বের সাথে বলতে যে তাদের মেয়ে মাত্র ৩/৪ বছর বয়সেই ‘শিলা’ বা ‘মুন্নী’ গানের সাথে কোমর দুলিয়ে নাচতে পারে? এই মেয়ে যখন বড় হবে, তখন পারবেন এইগুলা বন্ধ করতে? দোষ তো মেয়ের না...আপনি তো তাকে উৎসাহ দিয়েছেন ছোট বেলায় তাকে, এখন দোষ দেন কেন? এইসব ‘শিলা’, ‘মুন্নী’ আর ‘আনারকলি’ গান গুলো আমাদের ক্ষতিই করবে, উপকার না। যাই হোক শেষ করি আরেকটা কথা দিয়ে, সাকিব আল হাসান এর একটা ইন্টারভিউ আসছিল প্রথম আলোতে, সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, “ কাকে বেশি পছন্দ?-শিলা না চামেলী”। বাহ্‌............কেন তাকে এই ধরণের প্রশ্ন করতে হবে কেন? আমাদের কোন স্বকীয়তা নাই?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।