উপরের ছবিটা দেখেছেন? ছবিতে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস করমর্দন করছেন দক্ষিন কোরিয়ার প্রসিডেন্ট পার্ক জুন হী' র সাথে। তো তাতে সমস্যাটা কি? হ্যাঁ সমস্যা হল গেটসএর বাঁ হাতটা পকেটের ভিতরে আর তিনি করমর্দন করছেন ডান হাতে যা সাধারনত সমবয়সী বা ছোট কারো সাথেই করা যায়। অন্তত দক্ষিন পুর্ব এশিয়ার সংস্কৃতিতে তাই বলে মনে হয়। ব্যাস আর এতেই ক্ষেপেছে দক্ষিন কোরিয়ার কিছু পাবলিক। কোরিয়ান পার্লামেন্টের সেক্রেটারী জেনারেল বলেন 'এটা খুবই দুঃখজনক', কেউ বলেন এটা গেটসের ইচ্ছাকৃত কারণ তিনি আগেও ২০০৮ সালে তখনকার প্রেসিডেন্ট প্রসিডেন্ট লী'র সাথে করমর্দন করার সময় পকেটে হাত রেখেই করেছিলেন। অবশ্য প্রসিডেন্ট হাউস থেকে কিছুই বলা হয়নি, আর গেটস বাড়ী চলে এসেছেন। তিনি গিয়েছিলেন তার নতুন নিউক্লিয়ার রিএকটর উন্নয়নের কারখানার প্রমোশনের ব্যাপারে। সুত্র: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।