আমাদের কথা খুঁজে নিন

   

ফটোব্লগ - কুয়েট

লেখার ইচ্ছা হয়, লিখতে পারি না, ব্যর্থ চেষ্টা আর কি! অনেক দিন ধরেই সামুতে ব্লগ পড়ি, কিন্তু কখনো কিছু লেখার প্রয়োজন মনে করি নি। এ জন্য একাউন্টও খুলা হয় নি। আজকে একটি পোষ্ট দেখলাম খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা KUET নিয়ে লেখা ( অতৃপ্তির কুয়েট দর্শন ) । ব্লগার ভাই সময় ও সুযোগের অভাবে কিছু ছবি দিতে পারেন নি। আমার কাছে কিছু সুন্দর ছবি ছিল।

ইচ্ছা হল এগুলো ব্লগের নিচে কমেন্ট এ দিয়ে দিবো। সাথে সাথে একটা রেজিশষ্ট্রেশন করে ফেললাম। কিন্তু বাঁধ সাধল ব্লগের নীতিমালা। নতুন ব্লগারদের কমেন্ট করা নিষেধ। চিন্তা করলাম রেজিশষ্ট্রেশন যখন করেই ফেলেছি, অন্তত ছবিগুলো পোষ্ট করি।

কেউ দেখুক বা না দেখুক একটু মনের শান্তি আর কি! সব ছবি আমার নিজের হাতে তোলা না, কিছু কিছু ছবি বিভিন্ন জনের Facebook থেকে নেয়া। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা আমার প্রথম পোস্ট, ব্লগের নীতিমালা এখনো পড়া হয় নাই। তাই ভূল ত্রুটি ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি অনুরোধ রইল। কুয়েট প্রধান ফটকঃ রাতেঃ জন্মদিনে অপরূপ সাজে কুয়েটঃ শহীদ মিনারঃ প্রশাসনিক ভবনঃ প্রশাসনিক ভবনের সামনেঃ অডিটরিয়াম ডরমেটরীঃ প্রকৌশল ভবনঃ মসজিদঃ একাডেমিক ভবনঃ অমর একুশে হলঃ খান জাহান আলী হলঃ রোকেয়া হলঃ টেনিস কোর্টঃ ক্যাফেটেরিয়ার সামনেঃ পরিচালক (ছাত্র কল্যাণ) এর কার্যালয়ঃ জনতা ব্যাংকঃ খেলার মাঠঃ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।