আমাদের কথা খুঁজে নিন

   

১টি সত্য ঘটনায় আলোকপাত : অর্থ মন্ত্রির 'তেমন বড় কিছুনা' ৪ হাজার কোটি টাকায় আমরা ৪০ হাজার যুবক সাবলম্বি হতে পারতাম

আজ থেকে ৭ বছর আগের ঘটনা । আমি প্ল্যান করলাম রিয়েল এস্টেট ব্যাবসায় নামবো । আমার বন্ধু আমজাদ ভাইকে বললাম সে রাজি হলো । আমাদেরই আরেক বন্ধু স্বপন ভাই কালিগঞ্জ রোডের উপর নতুন ঢাকা বাইপাসের উপর ১টা জমির খোজ তাকে দিলো । আমি আমার সম্ভাব্য ২ প্লট ক্রেতা আমার ২ কাজিন কে নিয়ে ১দিন গেলাম ।

তারা জমি দেখে পছন্দ করলো, বললো তোমরা আগে কেনো বা বায়না করো তার পর আমরা নেবো । লাখ পাচেক টাকা লাগতো জমিটা বায়না করতে । আমি আর আমজাদ ভাই অনেক চেষ্টা করেও ২/১লাখ টাকার বেশি জোগার করতে পারলাম না । আর আমাদের কমপক্ষে ৬ মাস সময়ের দরকার ছিলো । আমার ২ কাজিন কে আমরা এই করবো- সেই করবো বলে একটু ফুটানি দেখিয়েছিলাম ।

সে জন্য তাদের কাছ থেকে অগ্রিম বায়না নেয়া লজ্জার মনে হলো । ফলে আমার পরিকল্পনা ভেস্তে গেলো । এ মুহূর্তে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি বোধ হয় আমি অর্থ মন্ত্রি ভুল করে হয়তো কথাটা বলে ফেলেছেন । কিন্তু আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে ঐ ৪ হাজার কোটি টাকা কত বড় ব্যাপার, সেটা ওনার বুঝতে হবে । আমরা তখন যদি সরকারের কাছ থেকে ৩ লাখ টাকাও পেতাম তাহলে আমরা আজকে অনেক বড় রিয়েল এস্টেট কোম্পানি থাকতাম।

আমজাদ ভাই বছর খানেক আগে ওশান গ্রুপের ডিরেক্টর হিসেবে রিয়েল এস্টেট ব্যাবসা শুরু করেছিলো । মাত্র ক'দিন আগে তিনি আলাদা ভাবে হেভেন গ্রুপ নামে নিজস্ব ব্যাবসা শুরু করেছেন । আমাকে তিনি ডিরেক্টর করে নিয়ে নিয়েছেন । অথচ কত বছর আগে আমাদের আজকের এই অবস্থান থাকার কথা ! আমাদের উদ্যোগের পরে আরো কত ভুইফোড় রিয়েল এস্টেট ব্যাবসা করে সফল হয়ে গেলো ! আমজাদ ভাই আমাকে সে সব ভুলে যেতে বলেন । কিন্তু আমার এই আফসোস কি কেও ঘোচাতে পারবে ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।