আমাদের কথা খুঁজে নিন

   

GP এর নতুন বিজ্ঞাপনঃ - ভাই , বাঁশ কতো করে?

GP এর নতুন বিজ্ঞাপনঃ - ভাই , বাঁশ কতো করে? - ২০০ টাকা। - ১৫০ টাকা রাখা যায় না? - আচ্ছা, ঠিক আছে। - ভাই, বাঁশের উপরের অংশ তো লাগে না, ওইটা বাদ দিলে আরো ২০ টাকা কম পাবো না? - আচ্ছা, আরো ২০ টাকা কম দিয়েন। - ভাই, বাঁশে তো অনেক আগাছা লেগে আছে, ওগুলো ছেঁটে ফেলে দিলে টাকা কম পাবো না? - আচ্ছা যান ৫ টাকা কম দিয়েন। - ভাই আপনার কি ধারনা এই বাঁশ দিয়া আমি বাঁশেরকেল্লা বানাবো? মাসুম বাচ্চা, বায়না ধরেছে বাঁশের মাচা বানিয়ে খেলা করবে। (বাঁশওয়ালা কাঁদো কাঁদো সুরে) - ভাই, যান আরো পাঁচ টাকা কম দিয়েন। - ভাই, বাঁশগুলো যদি আমি নিজে কেটে নিয়ে যাই আরো দশটা টাকা কম পাওয়া যাবেনা? বাঁশওয়ালা মুখ শক্ত করে বাঁশ ছুঁড়ে ফেলে দিয়ে বললেনঃ - ভাই, বাঁশ কেনা লাগবো না। আপনার GP সিম চালু করে কথা বলতে বলতে বাসায় যান, দেখেন GP কিভাবে আপনারে বাঁশ দেয়। সংগৃহীতঃ ফেসবুক আমার সাইটে ঘুরে আইসেন

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।