আমি মেধায় সাধারণ,আইকিউ লজ্জ্বাজনক,বিশ্বাসে নাস্তিক,তর কে যুক্তিবাদী,সেবায় নিবেদিত,কর্মে ক্লান্তিহীন,সহ যোগীতায় প্রশস্থ হস্ত,ভালবাসায় অন্ধ,মনে প্রাণে উদার আকাশ ,নারী প্রণয়ে ভিতর বাহির উলট-পালট,আগাগোড়া সরল প্রাণ,বন্ধুত্বে শ্রদ্ধাশীল এবং স্বপ্নে স্বাপ্নিক। কিছু কথা প্রসঙ্গ ফেইসবুকে বাংলা সাহিত্যের মূলধারা ......jolkobi বাংলা সাহিত্যের মুলধারা এখন ফেইস বুকে বা ব্লগে | এই দশক টি কে "ফেবু দশক "বলতে পারি |পাঠক-লেখক এর মাঝে সেঁতু বন্ধনে সবচেয়ে সহজ,দ্রত ও কার্যকরী নিয়ামক বা প্রভাবক হিসেবে কাজ করে এই ফেইসবুক বা বিভিন্ন নামে সাহিত্য পেইজ গুলো |সাহিত্যের মাল মশলা (উৎস) অন্যতম হলো ফেইসবুক বা ব্লগ ।ভার্চুয়াল জগতে বাংলা সাহিত্য আশা করছি সুদূরপ্রসারী বিস্তার ঘটবে ।এরই মধ্যে তা শুরু হয়ে গেছে ।এই ফেইসবুকের জন্য ই আমি আখতারুজ্জ্বামান আজাদ,আবু হাসান শাহরিয়ার ,সরকার আমীন ,কচি রেজা,সন্জীব পুরোহীত,সেজান মাহমুদ ,নির্মেলেন্দু গুণ এমন অনেক লেখকদের লেখা আমি পড়তে পারছি ।জয় হোক কবিতার ফেবু দশক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।