আমাদের কথা খুঁজে নিন

   

কিছু কথা প্রসঙ্গ ফেইসবুকে বাংলা সাহিত্যের মূলধারা  ......jolkobi 

আমি মেধায় সাধারণ,আইকিউ লজ্জ্বাজনক,বিশ্বাসে নাস্তিক,তর কে যুক্তিবাদী,সেবায় নিবেদিত,কর্মে ক্লান্তিহীন,সহ যোগীতায় প্রশস্থ হস্ত,ভালবাসায় অন্ধ,মনে প্রাণে উদার আকাশ ,নারী প্রণয়ে ভিতর বাহির উলট-পালট,আগাগোড়া সরল প্রাণ,বন্ধুত্বে শ্রদ্ধাশীল এবং স্বপ্নে স্বাপ্নিক। কিছু কথা প্রসঙ্গ ফেইসবুকে বাংলা সাহিত্যের মূলধারা  ......jolkobi  বাংলা সাহিত্যের মুলধারা এখন ফেইস বুকে বা ব্লগে | এই দশক টি কে "ফেবু দশক "বলতে পারি |পাঠক-লেখক এর মাঝে সেঁতু বন্ধনে সবচেয়ে সহজ,দ্র‌ত ও কার্যকরী নিয়ামক বা প্রভাবক হিসেবে কাজ করে এই ফেইসবুক বা বিভিন্ন নামে সাহিত্য পেইজ গুলো |সাহিত্যের মাল মশলা (উৎস) অন্যতম হলো ফেইসবুক বা ব্লগ ।ভার্চুয়াল জগতে বাংলা সাহিত্য আশা করছি সুদূরপ্রসারী বিস্তার ঘটবে ।এরই মধ্যে তা শুরু হয়ে গেছে ।এই ফেইসবুকের জন্য ই আমি আখতারুজ্জ্বামান আজাদ,আবু হাসান শাহরিয়ার ,সরকার আমীন ,কচি রেজা,সন্জীব পুরোহীত,সেজান মাহমুদ ,নির্মেলেন্দু গুণ এমন অনেক লেখকদের লেখা আমি পড়তে পারছি ।জয় হোক কবিতার ফেবু দশক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।