আমাদের কথা খুঁজে নিন

   

আজ নেই বর্গী,নেই ইংরেজ নেই পাকিস্তানী হানাদার আজ ও তবু আমার বুকে কেন শুন্যতা আর হাহাকার

প্রবাল ক্ষ্যাপা কি দেখার কথা কি দেখছি কি শোনার কি শুনছি কি বলার কথা কি বলছি ৩০ বছর পর ও আমি স্বাধীনতাটাকে খুজছি স্বাধীনতা কি বৈশাখী মেলায় পান্তা ইলিশ খাওয়া স্বাধীনতা কি বটমূলে বসে বৈশাখী গান গাওয়া স্বাধীনতা কি বুদ্ধজীবীর বক্তৃতা সেমিনার স্বাধীনতা কি শহীদ বেদীতে পুষ্পের সমাহার স্বাধীনতা কি গল্প নাটক ,উপন্যাস আর কবিতায়; স্বাধীনতা কি আজ বন্দী আনুষ্ঠানিকতায় । স্বাধীনতা কি ঢাকা শহরে আকাশ্চুম্বী বাড়ি স্বাধীনতা কি ফুটপাতে শোয়া গৃহহীন নর-নারী স্বাধীনতা কি হোটেলে হোটেলে গ্র্যান্ড ফ্যাশন শো স্বাধীনতা কি গজিয়ে উঠা অভিজাত পান্থশালা; স্বাধীনতা কি অন্নের খোঁকে কিশোরী প্রমোদ বালা । কি দেখার কথা কি দেখছি কি শোনার কি শুনছি কি বলার কথা কি বলছি ; ৩০ বছর পর ও আমি স্বাধীনতাটাকে খুজছি । স্বাধীনতা কি নিরীহ লোকের অকারণে প্রাণ দন্ড স্বাধীনতা কি পানির ট্যাংকে গলিত লাশের গন্ধ স্বাধীনতা কি হরতাল ডেকে জীবন করা স্তব্ধ স্বাধীনতা কি ক্ষমতা দখলে চলে বন্দুক যুদ্ধ স্বাধীনতা কি সন্ত্রাসীর হাতে মারনাস্ত্রের গর্জন ; স্বাধীনতা কি অর্থের লোভে বিবেক বিসর্জন । আজ নেই বর্গী,নেই ইংরেজ নেই পাকিস্তানী হানাদার আজ ও তবু আমার বুকে কেন শুন্যতা আর হাহাকার আজ ও তবু কি লাখো শহীদের রক্ত যাবে বৃথা ; আজ ও তবু কি ভুলতে বসেছি স্বাধীনতার ইতিকথা । সশ্রদ্ধ কৃতজ্ঞতা : শিল্পি হায়দার হোসেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।