প্রায়ই দেখা যায় বানান/ উচ্চারন ভুল। একটু খোজ করলেই এর সমাধান করা যায় অথচ এনারা করবেন না। লক্ষ লক্ষ পাঠককে ভুল উচ্চারন বা শব্দ শিখাবেন নিচের ২-৯-১২ ইনকিলাব এর কয়েকটা লাইন দেখুন, লক্ষ্যা, হোমার, রান্ট/ রেইন, বাগদাদ হোমার, রেসার, সিরাজী, দোবাজ, স্প্রিন্টার, মডেনা শব্দগুলোর কি উচ্চারন/বানান লেখা রয়েছে তাছাড়া এখানে লাভ লস বুঝানোর জন্য যেসব গল্প ফাদা হয়েছে তা মোটেও সঠিক তথ্য নির্ভর নয়। গোলা কবুতরের বাচ্চা ৪০-৫০ দিন বয়সের হলে ১০০-১২০/- পিস ৬মাস বয়সে এরা ডিম দেবে। ৬ মাস বয়সের গোলা ১৫০-৪০০/- টাকা বিক্রি করা যায়। ফেনসি কবুতরের বাচ্চা ২০০-২০০০০/- পিস। ঢাকায় বড় হাট বসে শুক্রবারে কাপতান বাজার ও মিরপুর ১ এ। মিরপুর তালতলা ও ১৩ নং এ ও হাট বসে। গত ১-সেপটেমবর সাইখ সিরাজ ১৩ নং এ ফেনসি কবুতরের হাট উদ্বোধন করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।