না কাঁটা এবং মরিচ মাখানো কথা শুরু করার আগে প্রথমেই রুহের মাগফেরাত কামনা করছি সেই ক্ষনজন্মা নায়করুপি প্রতিভার যার মৃত্যুর ১৬ বছর পরও তাকে কেও ভুলতে পারেনি এবং আগামি বহু বছরেও পারবে বলে মনে হয় না বরং বলা উচিৎ ভুলতে চাই না আমরা তাকে । আমাদের সালমান শাহ ।
ধন্যবাদ । ভাল কথার সময় শেষ ।
আসুন ওই সৃতি ছেড়ে শুধু এইখানে মানে ব্লগেই নয় সাড়া ভার্চুয়াল জগতে গত প্রায় তিন সপ্তাহ যেই বাংলা হিরো আলোচনার দিক থেকে ব্রেড পিট, টম ক্রুজকেও হার মানিয়েছেন তিনি হলেন অনন্ত জলিল সাহেব ।
তাকে নিয়ে “যৌক্তিক বিষয়ে হাসাহাসি” হয়েছে । খুব খেয়াল করুন “যৌক্তিক বিষয়ে হাসাহাসি” হয়েছে । এর মানে হল যেই যোগ্যতা একজন নায়কের থাকা উচিৎ সেটি তার নেই তবে একজন প্রযোজক হওয়ার জন্য যেই সৎ সাহস এবং ইচ্ছে তার আছে সেটা অবশ্যই প্রশংসাযোগ্য ।
আসুন এবার তাকাই তাকে নিয়ে কেন এত হাসাহাসি । তার উচ্চারণে এবং কথা বারতায় মহা সমস্যা ।
জি আমি শুধু ইংরেজির কথা বলছি না তার বাংলা উচ্চারনেও মারাত্মক সব সমস্যা আছে এবং এটি একজন অভিনতার বিরুদ্ধে হাস্যরস করার জন্য যথেস্থ ।
বুদ্ধিজীবী মহল বোধয় রেডি হয়ে গেছেন আমাকে তুলা-ধুনা করতে তবে তার আগে সামুর দৃষ্টি আকর্ষণ পোস্টে যান এবং মানুষের ভালবাসা দেখে আসেন নিজের জিনিসের জন্য । দেখে আসেন ওইসব নায়কদের যাদেরকে মানুষ এখনও ভালবাসে এবং সম্মান করে ।
এখন আসেন অনন্তর ভাল দিক গুলা বলি । সে যা করতেছে নায়ক হওয়া ব্যাতিত এই সিনেমার জন্য সেটা যদি সে ধরে রাখতে পারে তাতে একদিন সে এই বাংলা সিনেমার ত্রানকর্তা হিসেবে নাম কামাবে যদি না সে আবার অভিনয় করে তার ওই সব বিশাল বিশাল ত্রুটি গুলা না সমাধান করে ।
কেননা এই নিন্ম বিত্তের উচ্চারনের নায়ক যতবার পরদায় আসবে ততো বার আমাদের নিজ দায়িত্তেই চলচিত্রের উন্নতি কল্পেই আমরা হাসবো এবং বিশ্বাস করেন এতে দেশের ভাবমূর্তির কোনও ক্ষতি হবে না । বরং এই অবস্থায় এই লোকটিকে আর অভিনয় করতে দিলেই ক্ষতি ।
এই বার আসেন বুদ্ধিজিবিদের কথায় । আপনাদের কি আর কাজ নাই নাকি বুঝেন না ফিল্ম । যান বুইঝা আসেন এই ব্লগেই আছে অনেক মুভি বিশারদ দারাশিকো , মাস্টার , নাফিজ মুনতাসির , তন্ময় ফেরদৌস এরা অনেক দিন কাজ করতেছে এই সিনেমা নিয়া ।
সবাই হলফ কইরা প্রথম লাইনে অনন্তকে সালাম দিবে তার প্রযোজক হিসেবে যেই উদ্যোগ তার জন্য আর পরের লাইনে বলবে যে ভাই, এই নায়কের লাইন থেকে আইসা পরেন।
তার অনেক উদ্যোগ আছে সিনেমা ঘিরে সিনেপ্লেক্স থেকে শুরু করে চলচিত্রের উন্নয়ন পর্যন্ত সেগুলুর জন্য সাধুবাদ জানাই তাকে এবং যদি প্রয়োজন পড়ে আমাদের সাধারন মানুষের সাহায্য সেখানেও আমরা এক পা পিছু হটব না । পদ্মা সেতুর ফান্ডে মানুষ টাকা না দিলেও অনার ফান্ডে সিউর দিবে কেননা মানুষটার উদ্যোগ সৎ এবং ব্যাক্তিতিও সৎ ।
আর শেষ করব যাকে নিয়ে শুরু করেছিলাম । ওই দেখেন ভাই আদৌ সম্মান দেই এবং মনে রাখছি ঠিক আগের মতন যদি হয় মনে রাখার মতন আর সম্মান দেয়ার মতন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।