সন্ধ্যার আঁধারে আমি যদি হারিয়ে যাই বন্ধু, আমাকে মনে রেখো তোমার ঘরের ধূপ-আগরের সুবাসে- তোমার ঘরের প্রদীপের আলোয়, আমাকে ফেলে দিও না বাসি ফুলের মত। মনের ঘরেই রেখো বন্ধু পথের ধারের ফুলটি ভেবে। আমি যে জলসাঘরে ...www.jolsaghor.com আমার দেয়া ফুলগুলো সব জানি শুকিয়ে গেছে সব ফুলগুলো যেন ফেলে দেওয়া হয় আমাকে ঘিরে সব স্মৃতিগুলোতে ধুলি জমে গেছে সব স্মৃতিগুলো যেন মুছে ফেলা হয় একসাথে ভালো থাকার মেয়াদ কখনই দীর্ঘ ছিল না আমাদের দূরে দূরে থেকেই যেন ভালো থাকা হয় পূর্ণিমার যে রাত এক মুঠো সুখ হয়ে জমেছিল আমাদের বুকে সেই একই চাঁদে এখনও পূর্ণিমা হয় দুই হৃদয়ের একটি মাত্র ঝরণা ছিল এখন সেই নদীর দুই পারে দুটি জীবনের দুটি পথ হয়
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।