দিনটি ছিল শুক্রবার,
জন্ম হল এক নবজাতকের।
দেখতে সে রাজপুত্র!
মেলেনা তো যত্রতত্র।
রাজপুত্র হাসল যবে
মায়ের চোখে পানি!
দুঃখও নয়, নয় কষ্ট
আনন্দের এক ধ্বণি।
পুত্র মায়ের আঁচল ধরে
মা হয়ে যায় রাণী,
“বাবা আমার, সোনা আমার
তুই যে মায়ের মণি। ”
ছেলে ঘুমায়, মা জেগে রয়
তাকিয়ে মুখের পানে,
ঘুম আসেনা জাগলে ছেলে
কি হয় কে জানে!
হঠাৎ যদি কাঁদল ছেলে
আঁকরে ধরেন মা,
রাজপুত্র শান্ত হাসে
চুমু আঁকেন মা।
কোল জুড়িয়ে সূর মিলিয়ে
ভরল মায়ের মন,
আকাশ হাসে, বাতাস হাসে
হাসল সারা বন।
তানিয়া হাসান খান
সময়: দুপুর ২:৪৫ মি.
তারিখ: ৫। ৯। ১২ ইং
বি.দ্র.- আজকে আমার ছেলে আহমাদ ইয়াসিনের ৪র্থ জন্মদিন। এই কবিতাটি তাকে ঘিরেই লেখা।
আর জন্মদিনের উপহার এটা। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন আল্লাহর পছন্দের একজন ভাল মানুষ হতে পারে। আপনাদের সবার জন্যও রইল দোয়া ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।