কখনো হতাশ কখনো স্বপ্নভূক একজন, আবার কখনো নিজের মাঝে একলা একজন। এইভাবে পথ চলা................. graduation শেষ করে post graduation করছি bank management-এ। চোখে স্বপ্ন ব্যাংকার হবো। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাংকে আর্থিক কেলেঙ্কারি যেভাবে বাড়ছে তাতে মনের মাঝে কেমন যেন কুডাক দিচ্ছে। অন্যদিকে ব্যাংক মালিকরা বেশি মুনাফাকে প্রাধান্য দিচ্ছে যথাযথ সেবা দেয়ার থেকেও।
বেশি মুনাফার জন্য ব্যাংক কর্মকর্তাদের উপর রয়েছে deposit নিয়ে আসার ভয়ানক ছাপ। আবার ব্যাংক ব্যবসার অন্যতম ভিত্তি হল বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসের প্রতি তারা কতটুকু শ্রদ্ধাশীল তা পত্রিকার পাতা খুললেই বুঝা যাচ্ছে। হয়তো সত্যি হবেনা তবু কেন জানি মনে হয়, অল্প কিছুদিনের মাঝে মানুষ ব্যাংকার শুনলে "তুই ব্যাংকার" বলে দাবড়ানি দিতে পারে! কারন মানুষের বিশ্বাস নিয়ে ব্যবসা করার নাম করে দুই নাম্বারি করলে দাবড়ানি খাওয়া মোটেই অস্বাভাবিক কিছু নয়। তাই মনে মনে ভাবছি দাবড়ানি খাওয়ার জন্য নিজেকে তৈরি করবো না অন্য কিছু করার চিন্তা করবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।