মিরপুর বিসিবি-সাহারা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রোববার ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচীর কারণে এক দিন পর শুরু হয় এই ক্যাম্প, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ রিচার্ড ম্যাকিন্সের তত্ত্বাবধানে এই আবাসিক ক্যাম্পে ডাক পেয়েছেন ৩৮ জন ক্রিকেটার। তবে প্রথম দিন উপস্থিত ছিলেন ২১ জন।
ইনডোরে ক্রিকেটারদের ব্যাটিং ও বোলিং অনুশীলন করান বিসিবির কোচ মিজানুর রহমান বাবুল।
বাদ পড়া ক্রিকেটারদের জন্য বিসিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় বাঁহাতি পেসার সৈয়দ রাসেল।
তিনি বলেন, “বিসিবি অনেক দিন পর এমন একটি উদ্যোগ নেয়ায় আমরা আনন্দিত। যারা নিজেদের ফিরে পাওয়ার জন্য লড়াই করছে এই উদ্যোগ তাদের অনুপ্রাণিত করবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।