আমাদের কথা খুঁজে নিন

   

ছবি আপলোড সমস্যা কি আমার একার নাকি সবার????????

পোস্ট লিখে রেখেছি কিন্তু ছবি আপলোড করতে পারছি না বলে পোস্ট করা যাচ্ছেনা। ছবি আপলোড সমস্যা কি আমার একার নাকি সকলেরই। অনেক ভাবে চেষ্টা করলাম কোন কিছুতেই কাজ হচ্ছে না।যেভাবে চেষ্টা করেছি........ *ছবির সাইজ কমিয়ে বাড়িয়ে, * ইমেজ নেম চেঞ্জ করে * লেপুতে চেষ্টা না করে অন্য কম্পিউটার থেকে চেষ্টা করেছি। * ফেন্ডের কম্পু থেকে তার একাউন্টের মাধ্যমে ছবি আপলোডের চেষ্টা করেছি কিন্তু কোন ভাবেই হচ্ছে না। .লেখা আসতেছে .............. A problem was encountered while attempting to move the uploaded file to the final destination. Allowed Image Types: .jpg,.jpeg,.gif,.bmp,.png Allowed Image Size: Not more than 500KB মানে কি মাথায় ঢুকছে না। আমার মাথা নষ্ট নাকি সামুর মাথা নষ্ট। ব্লগার বন্ধুরা , মডু বৃন্দরা কারো জানা থাকলে একটু আওয়াজ দেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।